IQNA

"হানোফার" কারাগারে প্রথম নামাজখানা নির্মাণ

0:12 - December 25, 2016
সংবাদ: 2602226
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের হানোফার কারাগারের মুসলিম বন্দিদের জন্য প্রথম নামাজখানা নির্মাণ করা হয়েছে।

বার্তা সংস্থা ইকনা: জার্মানের হানোফার কারাগারের সেদেশের প্রথম কমপ্লেক্স যেখানে প্রথমবারেরমত নামাজখানা নির্মাণ করা হয়েছে।

নামাজখানাটি প্রায় ৬০ বর্গমিটার এবং সেখানে একসাথে ৫০ জন মুসল্লি নামাজ আদায় করতে পারবে।

কারাগার কর্মকর্তা জানিয়েছে, হানোফার এলাকার মুসলমানদের সহযোগিতা এবং তাদের সঙ্গে ভালো সম্পর্কের কারণে মুসলিম বন্দিদের জন্য এই নামাজখানা নির্মাণ করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, হানোফার কারাগারের বন্দিদের মানসিক সমর্থন এবং মানসিক চিকিৎসার জন্য প্রায় ৩০ জন মুসলিম সাইকোলজিস্ট উক্ত কারাগারে কর্মরত রয়েছেন।

জার্মানে এখনও মুসলমানেরা খ্রিস্টানদের মত ক্রমাগত মনোবিশ্লেষক হিসেবে স্বীকৃতি পায়নি।

হানোফার কারাগারের কর্মকর্তা উক্ত কারাগারে «بسم الله الرحمن الرحیم» (বিসমিল্লাহির রাহমানির রাহিম) লেখা একটি নীল বোর্ড স্থাপনের অনুমোদন দিয়েছে।

iqna


captcha