Hespress.com এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: কাসাব্লাংকা’র একটি আদালত, এ শহরের ‘লিসাসফা’ অঞ্চলের কয়েকটি মসজিদে পবিত্র কুরআন অবমাননার দায়ে এক নারীকে ৪ বছর কারাদণ্ড এবং ৫০০ দিরহাম (মরক্কো) জরিমানা করেছে।
৪০ বছর বয়স্ক ঐ নারীকে লিসাসফাহ অঞ্চলের সংরক্ষিত ‘আল-হাসানি’ এলাকায় ‘আবু শুয়াইব আল-দাক্কালি’ মসজিদে পবিত্র কুরআন অবমাননারত অবস্থায় আটক করা হয়।
এরপূর্বে কুদস, সাফা, ফালাহ, কাদ্ববাতুল আমিন, খাযযামি মসজিদে পবিত্র কুরআনের প্রতি অবমাননা করে ঐ নারী। যার প্রতিক্রিয়ায় ঐ অঞ্চলের জনগণের মাঝে ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।
এ বিষয়ে তদন্তের পর ঐ অঞ্চলের একটি মসজিদে পবিত্র কুরআন অবমাননার সময় হাতে নাতে আটক করা হয় ঐ নারীকে।#3556548