
পার্সটুডে'র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইসরাইলের যুদ্ধমন্ত্রী পাকিস্তানে পরমাণু হামলার হুমকি দিয়েছেন বলে খবর প্রকাশিত হওয়ার পর এক টুইটার বার্তায় তিনি লিখেছেন, "সিরিয়ায় পাকিস্তানের দায়েশবিরোধী ভূমিকার কারণে ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী পরমাণু হামলার হুমকি দিয়েছেন। কিন্তু ইসরাইল ভুলে গেছে যে, পাকিস্তানও একটি পরমাণু শক্তিধর দেশ।" এ টুইটার বার্তার মাধ্যমে মূলত তিনি ইসরাইলকে পরমাণু অস্ত্রের হুমকি দেন।
খাজা আসিফের বার্তার পরপরই ইসরাইলের যুদ্ধ মন্ত্রণালয় পাকিস্তানে পরমাণু হামলার হুমকির খবরের সত্যতা প্রত্যাখ্যান করে পাল্টা বার্তা দেয়। ইসরাইলি যুদ্ধ মন্ত্রণালয়ের বার্তায় বলা হয়েছে, ইসরাইলের পক্ষ থেকে এ ধরনের কোনো হুমকি দেয়া হয়নি।
'এডাব্লিউডি' নামের একটি ওয়েব সাইটে প্রকাশিত এক খবরে বলা হয়েছে, সিরিয়ায় দায়েশ বা আইএসআইএল'র বিরুদ্ধে সেনা পাঠানোর সিদ্ধান্তের জবাবে পাকিস্তানকে ধ্বংস করে দেয়ার হুমকি দিয়েছে ইসরাইল। 'এডাব্লিউডি' ওয়েব সাইটের খবরটি পরবর্তীতে অন্যান্য গণমাধ্যমেও প্রকাশিত হয়। গণমাধ্যমে এ ধরনের খবর দেখেই প্রতিক্রিয়া জানিয়েছিলেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী।#