টেকনাফে বিজিবি ব্যাটালিয়ান ২-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আবু জার আল জাহিদ জানান, নাফ নদী পেরিয়ে টেকনাফ পৌরসভা, দমদমিয়া ও হ্নীলা সীমান্ত দিয়ে ৩৪টি নৌকায় করে প্রায় ৬০০ রোহিঙ্গা বাংলাদেশে অনুপ্রবেশের চেষ্টা করে। এদের মধ্যে পুরুষের সংখ্যা ছিল খুব কম। বিজিবির সদস্যরা নৌকাগুলো মিয়ানমারে ফেরত পাঠায়।
রোহিঙ্গাদের অনুপ্রবেশ ঠেকাতে টেকনাফের নাফ নদীসহ সীমান্তের প্রতিটি পয়েন্টে টহল জোরদার রয়েছে বলে তিনি জানান।
গত ৯ অক্টোবর রাখাইন রাজ্যের সীমান্ত এলাকায় অজ্ঞাত দুর্বৃত্তদের হামলায় মিয়ানমার পুলিশ বাহিনীর ৯ সদস্য নিহত হন। এরপর থেকে ওই রাজ্যে মুসলমান বিরোধী অভিযানে নামে দেশটি সেনাবাহিনী।
অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল বলেছে, মিয়ানমারের সেনাবাহিনী ও পুলিশ নির্বিচারে বেসামরিক লোকজনের ওপর গুলি চালিয়েছে এবং নারী ও তরুণীদের ধর্ষণ করেছে। এছাড়া, সারা গ্রাম জ্বালিয়ে দিয়েছে, ব্যাপকভাবে পুরুষদের আটক করেছে এবং তাদেরকে কোথায় রাখা হয়েছে কিংবা তাদের বিরুদ্ধে কী অভিযোগ সে সম্পর্কে কোনো তথ্য দেয় নি।
সেনাবাহিনীর নৃশংস নির্যাতনের মুখে হাজার হাজার রোহিঙ্গা বাংলাদেশে আসছে। তবে, বিজিবি বহু রোহিঙ্গাকে ইতোমধ্যে মিয়ানমারে ফেরত পাঠিয়েছে। -পার্সটুডে