IQNA

রোহিঙ্গাদের উপর নির্যাতনের প্রতিবাদে মালয়েশিয়ার উত্তর অঞ্চলে বিক্ষোভ

15:29 - December 26, 2016
সংবাদ: 2602238
আন্তর্জাতিক ডেস্ক: সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার সেনাদের বর্বর নির্যাতনের নিন্দা জানিয়েছে মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় ‘সুঙ্গাই পাঠানি’ শহরের সাধারণ জনগণ এবং রোহিঙ্গা শরণার্থীরা।

আরাকানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সংখ্যালঘু রোহিঙ্গা মুসলমানদের উপর মিয়ানমার সেনাবাহিনীর নির্যাতনের প্রতিবাদে প্রায় ৩০০০ হাজার এনজিওকর্মী, রোহিঙ্গা শরণার্থী ও সাধারণ জনগণ মালয়েশিয়ার উত্তরাঞ্চলীয় ‘সুঙ্গাই পাঠানি’ শহরে বিক্ষোভ-সমাবেশ করেছে।

এ সময় বিক্ষোভকারীদের মাথায় ‘রোহিঙ্গাদের মুক্তি দাও’ শীর্ষক শ্লোগান লেখা হেড ব্যান্ড বাধা ছিল। বিক্ষোভ মিছিলে মিয়ানমার সেনাবাহিনী কর্তৃক রোহিঙ্গা মুসলমানদের বিরুদ্ধে গণহত্যাসহ বিভিন্ন বর্বর নির্যাতনের নিন্দা জানানো হয়। বিক্ষোভ মিছিল শেষে সমাবেশে বক্তারা, রোহিঙ্গা মুসলমানদের উপর নির্যাতন বন্ধের লক্ষ্যে মিয়ানমার সরকারের উপর চাপ সৃষ্টির জন্য আন্তর্জাতিক মহলের প্রতি আহবান জানায়।

প্রসঙ্গত, কিছুদিন আগে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ‘নাজিব তুন রাজ্জাক’ রোহিঙ্গা মুসলমানদের সাথে মিয়ানমার সরকারের বৈষম্যমূলক আচরণের ইস্যুতে কঠোর ভাষায় বক্তব্য রাখেন। এ বিক্ষোভ-সমাবেশ দু’দেশের মধ্যকার সম্পর্কে প্রভাব ফেলতে পারে বলে বিশ্লেষকগণ মনে করছেন।#3556766


captcha