IQNA

নাজাফে আশরাফে সন্ত্রাসীদের বোমা হামলা + ছবি

12:37 - January 01, 2017
সংবাদ: 2602272
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী নাজাফে আশরাফে প্রবেশ পথের একটি চেকপয়েন্টে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে।
নাজাফে আশরাফে সন্ত্রাসীদের বোমা হামলা + ছবি

বার্তা সংস্থা ইকনা: আজ (১ম জানুয়ারি) সকালে নাজাফে আশরাফের দক্ষিণাঞ্চলীয় "আল-কাদিসিয়া" চেকপয়েন্টে সশস্ত্র সন্ত্রাসীরা হামলা চালিয়েছে। সন্ত্রাসীদের হামলার ফলে বেশ কয়েক জন শহীদ ও আহত হয়েছে।


এ বিষয়ে ইরাকের সংবাদ মাধ্যম জানিয়েছে, এক সন্ত্রাসী আল-কাদিসিয়া চেকপয়েন্টের নিকটে উপস্থিত হয়ে নিজের নিকটে থাকা বোমাটির বিস্ফোরণ ঘটায়।


এছাড়াও "আল-ফুরাত নিউজ"কে ইরাকের এক সংবাদমাধ্যম জানিয়েছে, দুই জন আত্মঘাতী হামলাকারী সন্ত্রাসী বেল্ট বোমা সাথে নিয়ে একটি গাড়িতে করে আল-কাদিসিয়া চেকপয়েন্টে এসে গাড়ি থেকে নেমে সাধারণ নাগরিকদের উদ্দেশ্য করে গুলি বর্ষণ করে। অতঃপর নিজেদের নিকটে থাকা বোমা বেল্ট বিস্ফোরণের মাধ্যমে নিজেরাও নিহত হয়।


এই সংবাদমাধ্যম জানিয়েছে, সন্ত্রাসীদের এই হামলার ফলে ১৭ জন বেসামরিক ব্যক্তি আহত হয়েছে এবং সকলকে মানাযারা হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।


উল্লেখ্য, ইরাকের সামরিক বাহিনী ঘটনাস্থল অবরুদ্ধ করে রেখেছে।

iqna


captcha