IQNA

জার্মান পুলিশের নতুন ইস্যু সালাফীদের অনুদিত কুরআন

17:30 - January 01, 2017
সংবাদ: 2602273
আন্তর্জাতিক ডেস্ক: জার্মানের পুলিশ ২০১৬ সাল জুড়ে সেদেশের ১০ প্রদেশের বিভিন্ন স্থানে 'দ্বীনে রাসতিন' নামে প্রসিদ্ধ চরমপন্থি সালাফী গ্রুপের উপর হামলা চালিয়ে পবিত্র কুরআনের হাজার হাজার ভুল ও চরমপন্থীমুলক অনুদিত পাণ্ডুলিপি জব্দ করেছে।
জার্মান পুলিশের নতুন ইস্যু সালাফীদের অনুদিত কুরআন
বার্তা সংস্থা ইকনা: জার্মানে বিভিন্ন মিডিয়া প্রকাশ করেছে, জব্দকৃত কুরআন শরিফগুল ধ্বংস করার জন্য জার্মান সরকার সমস্যার সম্মুখীন হয়েছে এবং এগুলো শুধুমাত্র মরুভূমিতে দাফন (মাটির নীচে পুতে ফেলা) করা ছাড়া অন্য কোন পথ খুঁজে পাচ্ছে না।

শুধুমাত্র কলোন শহর একটি গুদাম থেকে পবিত্র কুরআনের ২২ হাজার ভুল ও চরমপন্থীমুলক অনুদিত পাণ্ডুলিপি জব্দ করা হয়েছে।

জার্মান রাজনীতিবিদ টমাস ডি মিজিরস বলেছেন, শুধুমাত্র অনুদিত এসকল কুরআন পড়ার পর ১০০ অধিক যুবক জার্মান থেকে ইরাক ও সিরিয়ায় গিয়ে তাকফিরি সন্ত্রাসী গ্রুপ দায়েশে যোগ দিয়েছে।

জব্দকৃত কুরআন শরিফের ভুল অনুদিত পাণ্ডুলিপিগুলো ধ্বংসের ব্যাপারে জার্মানের কিছু কর্মকর্তা সেদেশের মুসলিম গবেষক এবং নেতাদের সাথে আলোচনা করেছেন। এসময় তারা এসকল পাণ্ডুলিপি ধ্বংস করার জন্য পুণ্ডুলিপিগুলো আগুনে পোড়ানো, ছিঁড়ে ফেলা এবং দাফনের ব্যাপারে আলোচনা করেন। অবশেষে তারা সকলে একমত পোষণ করেছেন যে, এসকল পাণ্ডুলিপি এমনভাবে ধ্বংস করতে হবে যাতে মুসলমানদের আবেগে আঘাত না হানে।

আলোচনার পর তারা এসকল পাণ্ডুলিপি মরুভূমিতে দাফন (মাটির নীচে পুতে ফেলা) করার সিদ্ধান্ত গ্রহণ করেছে।
জার্মানে চরমপন্থি সালাফী তাদের ভ্রান্তি ধারণা এবং মতামতের জন্য সর্বদা সমালোচনার সম্মুখে রয়েছে।

জার্মানে প্রায় ৪ লাখ মুসলিম অধিবাসী রয়েছে এবং এরমধ্যে চরমপন্থি সালাফীর সংখ্যা অনেক কম। এধরণের পদক্ষেপের মাধ্যমে নিজেদের দল ভারি করতে চাচ্ছে।

জার্মানের হামবুর্গের শহরের মিডিল ইস্ট স্টাডিজ ইন্সটিটিউটের গবেষক 'স্টিফেন রসষ্টিন' বলেছেন:  জার্মানে সালাফীর সংখ্যা অনেক কম, তবে জার্মানে মুসলমান এবং ইসলামের চেহারা নষ্ট করার জন্য এই সংখ্যা যথেষ্ট।
iqna


captcha