IQNA

ইয়াও ভাষায় অনূদিত কুরআনের মোড়ক উন্মোচন

19:39 - January 01, 2017
সংবাদ: 2602275
আন্তর্জাতিক ডেস্ক: দীর্ঘদিন প্রচেষ্টার পর অবশেষে সমাপ্ত হয়েছে ইয়াও ভাষায় কুরআন অনুবাদের কাজ। গতকাল মুসলিম এসোসিয়েশন অব মালাউই ও এদেশের ওলামা পরিষদের উদ্যোগে মাঙ্গুচি শহরে অনূদিত কুরআনের মোড়ক উন্মোচিত হয়েছে।

Nyasa Times এর উদ্ধৃতি দিয়ে ইকনার রিপোর্ট: মালাউই’র ওলামা পরিষদের দারুল ইফতা’র প্রধান শাইখ মুহাম্মাদ আব্দুল হামিদ সিলিকা দীর্ঘ ১০ বছর পরিশ্রমের পর অবশেষে ‘ইয়াও’ ভাষায় কুরআন অনুবাদের কাজ শেষ করেছেন।

৬ মাস যাবত মালয়েশিয় আলেমদের ১৪ জনের একটি টিম ৬ মাস যাবত এটি সম্পাদনা করেছেন এবং তাদের সম্মতিক্রমেই অবশেষে ছাপানোর জন্য পাঠানো হয়।

দুবাই চ্যারিটি ফাউন্ডেশনের উদ্যোগে প্রথম সংস্করণে ২০ হাজার কপি ছাপানো হয়েছে।

মালাউই’র সাবেক প্রেসিডেন্ট বাকিলি মুলুজি ছিলেন অনূদিত এ কুরআনের প্রথম ক্রেতা। তিনি প্রথমে ২০০ কপি কুরআন শরিফের হাদিয়া প্রদান করে তা ক্রয় করেন এবং ঐ অনুষ্ঠানে উপস্থিত নারীদেরকে তা উপহার স্বরূপ দান করেন।

মালাউই’র পিপলস পার্টির চেয়ারম্যান আওলাদি মুসা এ মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বলেন: মালাউই’র মুসলমানদের শতকরা ৬০ থেকে ৭০ ভাগ ইয়াও গোত্রের। অতএব, পবিত্র কুরআনকে সঠিক ও সহজভাবে অনুধাবনের জন্য এ ভাষায় কুরআন অনুবাদের বিষয়টি ছিল অপরিহায্য।

তিনি বলেন: আমরা গর্বিত যে, কয়েক বছর আগে ‘চিচওয়াই’ ভাষায়ও পবিত্র কুরআন অনুবাদ হয়েছে।

প্রসঙ্গত, মালাউই দক্ষিন-পূর্ব আফ্রিকায় অবস্থিত একটি দেশ। ১ কোটি ৬০ লাখ জনসংখ্যার মধ্যে শতকরা ৩৬ ভাগ মুসলমান। মোজাম্বিক ও তানজানিয়ার মুসলমানদের অনেকেই ইয়াও ভাষায় কথা বলেন।#3558323

http://iqna.ir/fa/news/3558323
captcha