আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানের হেরাত প্রদেশে একটি শিয়া মসজিদে বোমা বিস্ফোরণের ফলে মসজিদের পেশ ইমাম শহীদ হয়েছেন এবং অপর ৬ জন মুসল্লি আহত হয়েছেন।
বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীরা পূর্বে থেকে পেশ ইমামের নামাজের স্থানে বোমা ফিট করে রেখেছিল। পেশ ইমামের নামাজের স্থানে বোমা বিস্ফোরণের ফলে পেশ ইমাম শহীদ হয়েছেন এবং অপর ৬ জন মুসল্লি আহত হয়েছেন। আহতদের মধ্যে এক জন নারী পরিলক্ষিত হয়েছে। আফগান নিরাপত্তাকর্মী বলেছেন: এই দুর্ঘটনা গতরাতে (১ম জানুয়ারি) হেরাতের 'যাবিদা বাগ পুল' নামক এলাকায় একটি শিয়া মসজিদে মাগরিবের নামাজের সময় ঘটেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ইমাম মুহাম্মাদ বাকের (আঃ) মসজিদের পেশ ইমাম 'মোল্লা রমজান সারওয়ারী' গতকাল বোমা বিস্ফোরণের ফলে গুরুত্বর আহত হন এবং আজ সকালে হেরাতের হাউজায়ে সাফাখানাতে শহীদ হন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, প্রত্যন্ত অঞ্চল থেকে বোমা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে। বিস্ফোরণের পরে মসজিদের ভিতরে ধোয়া'য় পূর্ণ হয়ে যায়। স্থানীয় অধিবাসীরা বিস্ফোরণের কিছুক্ষণ পর মসজিদের ভিতরে প্রবেশ করে আহতদের হেরাতের কেন্দ্রীয় হাসপাতালের স্থানান্তর করেছে। এই ঘটনার পূর্বে স্থানীয় কিছু মুরব্বী শিয়া মুসলমানদের বিভিন্ন কেন্দ্রে নিরাপত্তা বৃদ্ধ করার জন্য আহ্বান জানিয়েছিলেন। হেরাতের গভর্নর মোহাম্মদ আসিফ রহমানী সন্ত্রাসীদের এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন। তিনি বলেছেন, কিছু গোষ্ঠী এধরণের কাজের মাধ্যমে সম্প্রদায়কিতার যুদ্ধ শুরু করতে চাচ্ছে এবং জনগণদের এটা বোঝাতে চাচ্ছে যে, শিয়া মুসলমানেরা হামলা স্বীকার হচ্ছে এবং তাদেরকে সরকার সাহায্য করছে না। এদিকে জুমহুরি সংবাদসংস্থা সাথে এক সাক্ষাতকারে হেরাতের পুলিশের মুখপাত্র 'আব্দুর রাউফ আহমাদী বলেছেন, মসজিদের দেয়ালের পাশে এবং মুসল্লিদের যাতায়াত করার স্থানে এই বোমাটি স্থাপন করা হয়েছিল। তিনি বলেন: বিস্ফোরণের ফলে দেয়ালের একাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এই হামলার সাথে জড়িতদের শনাক্ত করার জন্য পুলিশ তদন্ত শুরু করেছে। গত দুই মাসে হেরাতে শিয়া মসজিদে দুইবার হামলা হয়েছে। সন্ত্রাসীদের এই হামলার পূর্বে হেরাতের 'যাবিদা বাগ পুল' নামক এলাকার অপর একটি মসজিদে সন্ত্রাসীরা হামলা চালায়। এর ৪০ দিন পূর্বে এই শহরের রাজাইয়া মসজিদে বোমা বিস্ফোরণের ফলে ৩ জন আহত হয়। রাজাইয়া মসজিদে সন্ত্রাসী হামলার পর আফগানিস্তানের শিয়া ও সুন্নি মুসলমানের এই হামালার তীব্র নিন্দা জানিয়ে বলেছেন, সন্ত্রাসীরা এই পদক্ষেপের মাধ্যমে শিয়া ও সুন্নি মুসলমানদের মধ্যে ধর্মীয় সংঘাত সৃষ্টি করতে চাচ্ছে। iqna