IQNA

ইমাম হুসাইন (আ.)এর কবরের নতুন চাদর

19:17 - January 03, 2017
সংবাদ: 2602287
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় ইমাম হুসাইন (আ.)এর কবরের চাদর পরিবর্তন করা হয়েছে। মাযারের ইমেজিং ইউনিট চাদর পরিবর্তনের ছবি প্রকাশ করেছে।
ইমাম হুসাইন (আ.)এর কবরের নতুন চাদর

বার্তা সংস্থা ইকনা: ইমাম হুসাইন (আ.)এর পবিত্র কবরটি জরিঘরের মধ্যে অবস্থিত। তাঁর পবিত্র করবটি পবিত্র কুরআনের আয়াত এবং মহান আল্লাহ পবিত্র নামের সমন্বয়ে নির্মিত চাদর দিয়ে আচ্ছাদিত করা হয়েছে।

সবুজ রঙ্গের কাপড়ের উপর কুরআনের আয়াত এবং মহান আল্লাহ পবিত্র নামের সমন্বয়ে সুসজ্জিত চাদর দ্বারা ইমাম হুসাইন (আ.)এর করব আচ্ছাদিত করার সময় মাযারের ইমেজিং ইউনিট ছবি তুলে এই স্মরণীয় মূহুর্তকে ধারণ করেছেন।

ইমাম হুসাইন (আ.)এর মাযারের কিছু ছবি ইকনা'র দর্শনার্থীদের জন্য প্রকাশ করা হল:

iqna



captcha