সবুজ রঙ্গের কাপড়ের উপর কুরআনের আয়াত এবং মহান আল্লাহ পবিত্র নামের সমন্বয়ে সুসজ্জিত চাদর দ্বারা ইমাম হুসাইন (আ.)এর করব আচ্ছাদিত করার সময় মাযারের ইমেজিং ইউনিট ছবি তুলে এই স্মরণীয় মূহুর্তকে ধারণ করেছেন।
ইমাম হুসাইন (আ.)এর মাযারের কিছু ছবি ইকনা'র দর্শনার্থীদের জন্য প্রকাশ করা হল: