IQNA

জাকার্তায় 'সাফিনাতুন নাজাতে'র অনুরূপ মাদ্রাসা

23:51 - January 03, 2017
সংবাদ: 2602290
আন্তর্জাতিক ডেস্ক: জাকার্তায় শিয়া মুসলমানদের প্রতিষ্ঠান 'সাফিনাতুন নাজাত' নামে প্রসিদ্ধ। জাহাজের ডিজাইনের নির্মিত এই 'সাফিনাতুন নাজাত'-এর মধ্যে হুসাইনিয়া, মাদ্রাসা এবং মিলনায়তন রয়েছে।
জাকার্তায় 'সাফিনাতুন নাজাতে'র অনুরুপ মাদ্রাসা

বার্তা সংস্থা ইকনা: ইন্দোনেশিয়া মুসলমানদের কবরসমূহ প্রমাণ করে যে সেদেশে চতুর্থ শতাব্দীতে শিয়া মাজহাবের অস্তিত্ব ছিল।

আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের স্নাতক শিক্ষার্থীগণ সাফিনাতুন নাজাত মাদ্রাসাটি পরিচালনা করছেন।

বেসরকারি পরিসংখ্যান অনুযায়ী, বর্তমানে ইন্দোনেশিয়ায় শিয়া মুসলমানের সংখ্যা এক কোটির ঊর্ধ্বে।

ইসলামী প্রজাতন্ত্র ইরানের ইসলামী বিপ্লবের পর বিশ্বে, বিশেষ করে ইন্দোনেশিয়ায় শিয়া মাজহাবের বিস্তার লাভ করেছে।

iqna


জাকার্তায় 'সাফিনাতুন নাজাতে'র অনুরূপ মাদ্রাসা

জাকার্তায় 'সাফিনাতুন নাজাতে'র অনুরূপ মাদ্রাসা

জাকার্তায় 'সাফিনাতুন নাজাতে'র অনুরূপ মাদ্রাসা

captcha