বার্তা সংস্থা ইকনা: ১৮৯৫ সালে ঐতিহাসিক বাইলার মসজিদটি নির্মাণ করা হয়েছে। মেরামতের অভাবের কারণে মসজিদটি দীর্ঘ দিন বন্ধ থাকে। দেশটির প্রেসিডেন্ট এলহাম আলী ওফ মসজিদটি পুনর্নির্মাণ করেন এবং পুনরায় মুসল্লিদের জন্য মসজিদটি খুলে দেয়া হয়।
কুরআন প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে প্রেসিডেন্ট এলহাম আলী ওফ এবং তার স্ত্রী উপস্থিত ছিলেন।ু
উক্ত প্রদর্শনীতে মোট ৯৯টি পবিত্র শিল্প উপস্থাপন করা হয়েছে। এরমধ্যে প্রাচীন কুরআন শরিফের ৭৩টি পাণ্ডুলিপি, ৭টি ধর্মীয় গ্রন্থ এবং ১৯টি ইসলামী শিল্প রয়েছে।
এছাড়াও উক্ত প্রদর্শনীতে দর্শনার্থীদের প্রদর্শনের জন্য পবিত্র কুরআনের বেশ কিছু পৃষ্ঠা উপস্থাপন করা হয়েছে। যেগুলো পূর্বে এই পৃষ্ঠাগুলো যেখানে রাখা ছিলো সেখানে আগুন লাগে এবং আগুনের মধ্যে এই পৃষ্ঠাগুলো সম্পূর্ণরূপে অক্ষত থকে।
উল্লেখ্য, সপ্তম শতাব্দীতে আজারবাইজানে বিশেষ করে বাকুতে ইসলাম ধর্মের বিকাশ ঘটে এবং তখন থেকে উক্ত শহরে ইসলামি শিল্পের সম্প্রসারণ হয়। বিশেষ করে মসজিদ, ইবাদতের স্থান, মাদ্রাসা এবং মুসলমানদের কবরস্থান নির্মাণ করা হয়।
দীর্ঘ কয়েক শতাব্দী যাবত এই সম্প্রসারণ অব্যাহত থাকে এবং এরফলে বর্তমানে সেদেশে ঐতিহাসিক ও সাংস্কৃতিক ঐতিহ্যের সংখ্যা তুলনামুলকভাবে অধিক।