IQNA

আবুবকর আল বাগদাদী মিথ্যাবাদী; আল কায়েদার প্রধান

13:51 - January 06, 2017
সংবাদ: 2602305
আন্তর্জাতিক ডেস্ক: আল কায়দার প্রধান আয়মান আল জাওয়াহিরি এক বিবৃতিতে বলেছে: আল কায়দার বিরুদ্ধে তাকফিরি গোষ্ঠী দায়েশের নেতা অপবাদ এবং মিথ্যা কথা বলেছে।
আবুবকর আল বাগদাদী মিথ্যাবাদী; আল কায়েদার প্রধান
বার্তা সংস্থা ইকনা: আল কায়দার প্রধান আয়মান আল জাওয়াহিরি গতকাল (৫ জানুয়ারি) একটি অডিও ফাইল প্রকাশ করেছে। প্রকাশিত অডিও ফাইলে আল জাওয়াহিরি বলেছে: আল কায়দার বিরুদ্ধে তাকফিরি গোষ্ঠী দায়েশের নেতা অপবাদ এবং মিথ্যা কথা বলেছে।

আল কায়দার ৬৫ বছরের মিশরিয় নেতা এই বার্তা ঘোষণা করেছে: আল বাগদাদী দাবী করেছে, আল কায়দা শিয়া মুসলিমদের ওপর হামলার বিরোধিতা এবং খ্রিস্টান নেতাদের কাজে সমর্থন করে।

গ্রেট ব্রিটেনের গার্ডিয়ান সংবাদপত্রের প্রতিবেদ অনুযায়ী, আয়মান আল জাওয়াহিরি আরও বলেছে, এসকল মিধ্যাবাদী আরও দাবী করেছে, আমরা শিয়া মুসলমানদের নিন্দা করি না এবং খৃস্টান নেতাদের সহযোগিতা করতে প্রস্তুত রয়েছি।

জাওয়াহিরি শুধু বলেছে, খ্রিস্টানরা বসবাস করতে পারবে। দুটি কথার মধ্যে অনেক পার্থক্য রয়েছে বলেও জানান আল কায়দা প্রধান।

আল কায়দা প্রধান আরো বলেন, আমি শুধু বলেছি তারা (খ্রিস্টানরা) আমাদের জমি, কৃষি, বাণিজ্য ও অর্থ এসবের অংশীদার হতে পারবে। তাদের গোপনীয়তা রক্ষা করব আমরা। এটা আমাদের শরীয়াহ আইনও সমর্থন করে।

শিয়া সম্প্রদায়কে হামলার লক্ষ্যবস্তু করা হবে না এমন কথা জাওয়াহিরি কখনো বলেনি বলেও অডিও বার্তায় উল্লেখ করা হয়। জাওয়াহিরি শিয়া নেতৃত্বাধীন ইরাকি বাহিনীর ওপর হামলা করতে নির্দেশ দিয়েছে। সাধারণ জনগণের ওপর হামলা তাদের লক্ষ্য নয়। বাজার, মাজার ও মসজিদে হামলা না করে সেনাবাহিনী, নিরাপত্তারক্ষী, পুলিশ ও শিয়া সৈন্যদের ওপর হামলা চালানোর জন্য তিনি তাদেরকে বার বার বলেছেন বলেও উল্লেখ করা হয় অডিও বার্তায়।

যুক্তরাষ্ট্রে ৯/১১ হামলার পর থেকে আল কায়দা আন্তর্জাতিক জঙ্গি গোষ্ঠি হিসেবে পরিচিতি পায়। সাম্প্রতিককালে আইএস উত্থানের আগ পর্যন্ত আল কায়দাই ছিল বিশ্বের সবচেয়ে বড় মুসলিম জঙ্গি গোষ্ঠি। আল কায়দার পক্ষ থেকে আইএসের বিরোধিতা করা হয়েছে। আইএসও আল কায়দাকে স্বীকৃতি দেয় না।

iqna



captcha