
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সিরিয়ার আলেপ্পো নগরীর আন্তর্জাতিক বিমানবন্দর চালু হয়েছে। সন্ত্রাসীগোষ্ঠী দায়েশের দখলে থাকার কারণে টানা চার বছর বন্ধ থাকার পর বিমানবন্দর পুনরায় চালু হলো। শুক্রবার একটি সরকারি বিমানের পরীক্ষামূলক উড্ডয়নের মাধ্যমে বিমানবন্দরটি চালু করা হয়।
সিরিয়ার দ্বিতীয় বৃহত্তম বিমানবন্দরকে পুরোপুরি চলাচল উপযোগী করার অংশ হিসেবেই সরকারি বিমানটি পরীক্ষামূলক উড্ডয়ন করে।
সরকারি সূত্র থেকে আভাস দেয়া হয়েছে, বিমান বন্দরটির আগামী মাসে জনগণের জন্য খুলে দেয়া হতে পারে। তবে আলেপ্পো প্রদেশের সামগ্রিক সামরিক পরিস্থিতির ওপর গোটা ব্যাপারটি নির্ভর করছে বলে জানান তিনি।
ডিসেম্বর মাসের শেষ দিকে তাকফিরি সন্ত্রাসীদের কবল থেকে আলেপ্পো নগরী পুরো মুক্ত করার পরই কর্তৃপক্ষ বিমানবন্দর পুনর্বাসন প্রকল্প শুরু করে। এ বিমান বন্দর পুরোপুরি চালু হলে সিরিয়ায় অন্তত চারটি বিমানবন্দরকে জনগণের জন্য খুলে দেয়া হবে।#