বার্তা সংস্থা ইকনা: গতকাল রাতে মসজিদটিতে আগুন লাগে। আগুন লাগার খবর শুনে অস্টিনের ফায়ার সার্ভিস কর্মীরা রাত ৩টায় ঘটনাস্থলে পৌছায়। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীদের পৌঁছানোর পূর্বেই তিন তালা বিশিষ্ট ভবনটি আগুন পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।
মসজিদটিতে আগুন লাগার কারণ এখনও জানানো হয়নি। এ ঘটনায় কেউ হতাহত হয়নি।
এই মসজিদটি "লেক ট্রাভিস" এলাকার ইসলামিক সেন্টারের তত্ত্বাবধানে পরিচালিত হত। ইসলামিক সেন্টারের পরিচালক ফেসবুক এক বিবৃতিতে লিখেছেন, মুসলমানদের ক্ষতি করার জন্য এই অগ্নিকাণ্ড ঘটানো হয়েছে বলে আমি মনে করছি। তবে তিনি গুরুত্বারোপ করে বলেছেন, যতক্ষণ পর্যন্ত তদন্ত কমিটি তাদের তদন্তের রিপোর্ট ঘোষণা না করবে, ততক্ষণ পর্যন্ত অগ্নিকাণ্ডের কারণ সম্পর্কে কোন ধারণা করা ঠিক হবে না।
সম্প্রতি কয়েক মাস যাবত আমেরিকায় ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড বিশেষ করে মসজিদ ও ইসলামিক সেন্টারে অগ্নি সংযোগ এবং হিজাবী নারীদের ওপর হামলা অতিমাত্রায় বৃদ্ধি পেয়েছে। আমেরিকার নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকেই ইসলাম বিদ্বেষীদের কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে।