IQNA

বিশ্ব ইজতেমা ময়দানে এক মুসল্লির মৃত্যু

20:37 - January 12, 2017
সংবাদ: 2602353
আন্তর্জাতিক ডেস্ক: বৃহস্পতিবার সকাল ১০টার দিকে মারা যান মোঃ ফজলুল হক নামক এক মুসল্লি। বুধবার বিশ্ব ইজতেমা ময়দানে আসেন তিনি।
যুগান্তরের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গাজীপুরের টঙ্গীর বিশ্ব ইজতেমায় যোগ দিতে আসা এক মুসল্লি হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। তার নাম মোঃ ফজলুল হক (৫৬)।  
তিনি ময়মনসিংহের নান্দাইল উপজেলার মারুয়া গ্রামের মৃত আহম্মদ আলীর ছেলে।  
বৃহস্পতিবার সকাল ১০টার দিকে তিনি মারা যান। বুধবার বিশ্ব ইজতেমা ময়দানে আসেন ফজলুল হক।  
ইজতেমার মুরুব্বি মো. গিয়াস উদ্দিন জানান, ইজতেমার ১০ খিত্তায় অবস্থানকারী ওই মুসল্লি সকালে পানি আনতে খিত্তার বাইরে যান। পানি নিয়ে খিত্তায় ফিরে তিনি অসুস্থবোধ করেন। তাকে টঙ্গী সরকারি হাসপাতালে নেয়ার আগেইমারা যান।  
এরপর বাদ জোহর ইজতেমা ময়দানে তার জানাজার নামাজ শেষে লাশ গ্রামের বাড়িতে পাঠানো হয়। 
শুক্রবার থেকে এবারের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শুরু হচ্ছে। এতে দেশের ১৭টি জেলার মুসল্লিরা যোগ দেবেন। 

captcha