IQNA

বাইতুল মোকাদ্দাসের মুফতি;

কুদসে দূতাবাস স্থানান্তর হবে মুসলমানদের অবমাননা

21:16 - January 14, 2017
সংবাদ: 2602365
বাইতুল মোকাদ্দাস ও দখলকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের গ্রান্ড মুফতি মুহাম্মাদ হুসাইন, তেলআবিব থেকে সরিয়ে মার্কিন দূতাবাসকে কুদসে আনার বিষয়ে ডোনাল্ড ট্রাম্পের সিদ্ধান্তকে মুসলমানদের প্রতি অবমাননা বলে আখ্যায়িত করেছেন।

প্রেসটিভি’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: গতকাল (শুক্রবার, ১৩ জানুয়ারি) মসজিদুল আকসায় প্রদত্ত ভাষণে বলেন: দূতাবাসের স্থানান্তরের প্রতিশ্রুতি শুধু ফিলিস্তিনের প্রতি অবমাননা নয় বরং আরব ও মুসলমানদের প্রতি অবমাননা। এর বিপরীতে তারা নিরব থাকবে না।

এদিকে, ফাতহ মুভমেন্টের শীর্ষস্থানীয় এক নেতা মুহাম্মাদ আশতিয়াহ ১০ জানুয়ারি ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে প্রতিবাদ জানানোর জন্য মধ্যপ্রাচ্যের সকল মুসলিম মুসল্লি ও খ্রিষ্টানদের প্রতি আহবান জানান।

কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ফিলিস্তন কর্তৃপক্ষ এ বিষয়ে জানতে পেরেছেন যে, ডোনাল্ড ট্রাম্প তার ২০ জানুয়ারির ভাষণে দূতাবাস স্থানান্তরের দাবী জানাতে পারেন।

এদিকে, ট্রাম্পের বরবার একটি চিঠি প্রস্তুত করতে ব্যস্ত ডেমোক্রাটরা। ঐ চিঠিতে অনতি বিলম্বে মার্কিন দূতাবাসকে সরিয়ে কুদসে আনার দাবী জানানো হয়েছে।

ঐ চিঠিতে এ নাগাদ ডেমোক্রাট দলের ১০০ জন সাংসদ স্বাক্ষর করেছেন এবং আরো বেশী স্বাক্ষর নেয়ার চেষ্টা চালানো হচ্ছে।

এই চিঠিতে ক্ষমতা হাতে নেওয়া মাত্রই যাতে দূতাবাস সরিয়ে কুদসে আনা হয় সে দাবী জানানো হয়েছে।#3562276


captcha