IQNA

অস্ট্রেলিয়ায় ইসলাম বিদ্বেষী নারীর বিচার করা হবে

15:07 - January 22, 2017
সংবাদ: 2602407
আন্তর্জাতিক ডেস্ক: অস্ট্রেলিয়ার এক ইসলাম বিদ্বেষী নারী সেদেশে বসবাসরত এক মুসলিম দম্পতিকে সন্ত্রাসী বলে অভিহিত করেছে। সিডনির ম্যাককুরি বিশ্ববিদ্যালয়ের পার্কিং-এ মুসলিম দম্পতির গাড়ি রাখা ছিল।

বার্তা সংস্থা ইকনা: এসময় ইসলাম বিদ্বেষী নারী তাদেরকে সন্ত্রাসী বলে অভিহিত করে এবং এজন্য সেদেশের আদালত ঐ ইসলাম বিদ্বেষী নারীর বিচার করবে।

গতকাল (২১শে জানুয়ারি) ৩৫ বছরের এক ইসলাম বিদ্বেষী নারী মুসলিম দম্পতির গাড়ির কাচে আঘাত হেনে তাদেরকে সন্ত্রাসী বলে সম্বোধন করে।

সামাজিক নেটওয়ার্কে প্রকাশিত ছবিতে দেখা গিয়েছে, ঐ মুসলিম দম্পতি গাড়ির ভিতরে বসা ছিল এবং ইসলাম বিদ্বেষী নারী গাড়ির নিকটে এসে কাচে আঘাত করে তাদেরকে অপমান করে।

ম্যাককুরি বিশ্ববিদ্যালয় এক বিবৃতিতে জানিয়েছে, এই ঘটনার পর মুসলিম দম্পতি মর্মাহত হয়েছে এবং অনেক ভয় পেয়েছে।

উল্লেখ্য, ঐ মুসলিম দম্পতি ম্যাককুরি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

এদিকে ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি এবং অপমানজনক উক্তি ব্যবহারর জন্য দায়ে মেলবোর্ন পুলিশ ঐ নারীকে গ্রেফতার করেছে।

ব্যক্তিগত সম্পত্তির ক্ষতি এবং মুসলিম দম্পতিকে অপমান করার জন্য ১৩ই মার্চে ইসলাম বিদ্বেষী ঐ নারীর মেলবোর্নের স্থানীয় আদালতে বিচার করা হবে।

iqna


captcha