
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইহুদিবাদী ইসরাইলের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জিপি লিভনির সঙ্গে সাক্ষাৎ করেছেন সাবেক সৌদি গোয়েন্দা প্রধান তুর্কি আল-ফয়সাল। ইসরাইল-ফিলিস্তিন আপোশ প্রক্রিয়াসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন ইস্যুতে তারা আলোচনা করেছেন বলে জানা গেছে।
তুর্কি আল-ফয়সালের সঙ্গে সাক্ষাতের একটি ছবি নিজের টুইটার অ্যাকাউন্টে প্রকাশ করে জিপি লিভনি লিখেছেন, "দাভোস সম্মেলনে প্রিন্স তুর্কি ফয়সালের সঙ্গে তোলা ছবি। প্রিন্সের সঙ্গে সাক্ষাতে শান্তি প্রক্রিয়াসহ মধ্যপ্রাচ্যের অন্যান্য ইস্যুতে আলোচনা হয়েছে।”
সুইজারল্যান্ডের দাভোস শহরে গত সপ্তাহে বিশ্ব অর্থনৈতিক ফোরামের ৪৭তম সম্মেলন অনুষ্ঠিত হয়।
তুর্কি আল-ফয়সাল এর আগেও একাধিক ইহুদিবাদী কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেছেন। এসব কর্মকর্তার মধ্যে রয়েছেন, ইসরাইলের সেনা গোয়েন্দা সংস্থার প্রধান আমুস ইডলিন, ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা উপদেষ্টা জ্যাকব দ্রুর এবং এই অবৈধ সরকারের উপ-পররাষ্ট্রমন্ত্রী দুরি গিলাড।
রাজনৈতিক বিশ্লেষদের মতে, পারস্য উপসাগরীয় আরব দেশগুলো ১৯৮০ ও ৯০’র দশকে ইসরাইলের সঙ্গে গোপনে সম্পর্ক রাখলেও এখন আর বিষয়টি নিয়ে রাখঢাক রাখতে চান না। বর্তমানে এসব দেশ ইরানের সঙ্গে শত্রুতাকে পুঁজি করে মুসলিম বিশ্বের প্রধান শত্রু ইসরাইলের সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক শক্তিশালী করার কাজে হাত দিয়েছে।
গত কয়েক বছরে বহু ইসরাইলি কর্মকর্তা সৌদি কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেছেন। সর্বশেষ গত বছরের জুলাই মাসে সৌদি আরবের সাবেক গোয়েন্দা কর্মকর্তা আনোয়ার ইশকি ইসরাইল সফর করেন। ওই সফরে তিনি ইহুদিবাদী সরকারের বেশ কয়েকজন পদস্থ কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করেন।#