IQNA

মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ

0:21 - January 26, 2017
সংবাদ: 2602427
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার বর্নো শহরের একটি মসজিদে সন্ত্রাসীরা দুই বার আত্মঘাতী হামলা চালাতে চেয়েছিল, কিন্তু সেদেশর নিরাপত্তা কর্মীদের কঠোর নিরাপত্তার কারণে সন্ত্রাসীদের হামলার সকল পরিকল্পনা নস্যাৎ হয়।
মসজিদে সন্ত্রাসী হামলার পরিকল্পনা নস্যাৎ

বার্তা সংস্থা ইকনা: সন্ত্রাসীরা ২৪শে জানুয়ারির মধ্যরাতে হামলার পরিকল্পনা করে। মধ্যরাতে এক সন্ত্রাসী নিরাপত্তা বাহিনীর মোতায়েনের স্থান এবং মসজিদের মাঝামাঝি স্থানে ঘোরাঘুরি করছিল। নিরাপত্তা বাহিনী ঐ সন্ত্রাসীর মতলব বুঝতে পারে। ফলে ঐ সন্ত্রাসী পালাতে চেষ্টা করলে তাকে গুলি করে।

এছাড়াও গতকাল ফজরের নামাজের সময় অপর এক নারী ও পুরুষ সন্ত্রাসী মসজিদের ভিতরে প্রবেশ করে আত্মঘাতী হামলা চালানোর চেষ্টা করে। নিরাপত্তা বাহিনী বিষয়টি বুঝতে পেরে হামলাকারীদের হামলার পরিকল্পনা নস্যাৎ করে।

এই দুই অপারেশনের সময় আত্মঘাতী হামলাকারীরা সহ একজন পুলিশ নিহত হয়। এছাড়াও অপর দুই ব্যক্তি আহত হয়।

বলাবাহুল্য, নাইজেরিয়ায় সন্ত্রাসী গোষ্ঠ বোকো হারাম সক্রিয় রয়েছে। সম্প্রতি সেদেশের সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীর উপর নজরদারী বৃদ্ধি করেছে। এরফলে বোকো হারামের সন্ত্রাসীরা আত্মঘাতী হামলার পথ বেছে নিয়েছে।

নাইজেরিয়ায় ২০০৯ সাল থেকে সন্ত্রাসী গোষ্ঠী বোকো হারামের তৎপরতা শুরু হয়েছে। এই সন্ত্রাসী গোষ্ঠীর অত্যাচারের ফলে হাজার হাজার মানুষ নিহত এবং ২৬ লাখের মত বাস্তুচ্যুতি হয়েছে।

iqna



captcha