IQNA

ইমাম মাহদী(আ.) গরিব ও অসহায়দেরকে যেভাবে সাহায্য করবেন

0:12 - January 28, 2017
সংবাদ: 2602436
ইমাম মাহদী(আ.) বলেছেন, আমরা যদি তোমাদের বিষয়ে খেয়াল না রাখতাম এবং তোমাদের জন্য চিন্তা না করতাম তাহলে তোমাদের উপর আযাব অবতীর্ণ হত।
ইমাম মাহদী(আ.) গরিব ও অসহায়দেরকে যেভাবে সাহায্য করবেন

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: হুজ্জাতুল ইসলাম রাহিম কারেগার বলেন, ইমাম মাহদী(আ.) শেখ মুফিদকে উদ্দেশ্য করে বলেন, হে আমাদের প্রিয় বন্ধু তুমি আল্লাহর দ্বীন এবং আমাদের উপর দৃঢ় বিশ্বাস স্থাপন করেছে, আমরা আনন্দিত যে তোমার মত একজন ঘনিষ্ঠ বন্ধু আমাদের রয়েছে।

এরপর সকল শিয়াদের সম্পর্কে বলেন, তোমাদের সকল খবর আমাদের কাছে আছে এবং তোমরা কি অবস্থায় আছ তা আমরা জানি। এবং তোমাদের কোন বিষয় আমাদের কাছে লুকায়িত নয়।

এরপর বলেন: انا غير مهملين لمراعاتكم و لا ناسين لذكركم و لو لا ذلك لنزل بكم البلاء و احطمكم الاعداء»؛ তোমাদের সাহায্য করার বিষয়ে আমরা কোন অবহেলা করি না এবং তোমাদেরকে ভুলি না। যদি এমনটি হত তাহলে তোমাদের উপর এত বেশী বালামুসিবত আসত যে তোমরা ধ্বংস হয়ে যেতে।

সুতরাং বোঝা যায় যে ইমাম মাহদীর বরকতে শিয়ারা ধ্বংস হওয়া থেকে বেচে আছে। তবে দুনিয়াতে বালা-মুসবত থাকবে এবং এর মাধ্যমে মানুষের পরীক্ষা নেয়া হবে।

ইমাম মাহদী শিয়াদেরকে নানাভাবে সাহায্য করেন এবং তাদেরকে আশাবাদী করেন যে আগামী দিনে তাদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে।

ট্যাগ্সসমূহ: ইমাম ، মাহদী ، ইকনা ، শিয়া
captcha