IQNA

কোয়েটায় বিক্ষোভ; শিয়া হত্যার নিন্দা

20:19 - January 28, 2017
সংবাদ: 2602437
গতকাল (২৭ জানুয়ারি) জুমআর নামাযের পরপাকিস্তানের কুয়েত্তা শহরের মিকাঙ্গি সড়কে বিক্ষোভ প্রদর্শন করে এ দেশে শিয়া হত্যার নিন্দা জানিয়েছে মুসল্লিরা।

পাকিস্তানের দৈনিক জাঙ্গ-এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: পারাচিনার ও করাচিতে শিয়া হত্যাকাণ্ডের প্রতিবাদে পাকিস্তানের মজলিস-এ ওয়াহদাত-এ মুসলিমীনের আহবানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।

এতে বিক্ষোভকারীরা এদেশের সরকারের নীতি ও তাকফিরি সন্ত্রাসীদের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেয়।

মজলিস-এ ওয়াহদাত-এ মুসলিমীনের প্রতিনিধি ও কুয়েত্তা শহরের পেশ ইমাম ‘সৈয়দ হাশেম মুসাউই’সহ অপর আলেম-ওলামা এ বিক্ষোভে অংশগ্রহণ করে শিয়া হত্যার প্রতিক্রিয়ায় পাক সরকারের নিরবতা ও করাচিতে অনবরত শিয়া হত্যার নিন্দা জানিয়েছেন।

সৈয়দ হাশেম মুসাউই বাহরাইনের বিষয়ে পাক আর্মির হস্তক্ষেপের নিন্দা জানিয়ে বলেন: পার্লামেন্টের অনুমতি ছাড়াই সামরিক বাহিনীর কিছু কিছু ইউনিটের বাহরাইনের অভ্যন্তরিন বিষয়ে হস্তক্ষেপ এবং দেশটির জনগণের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ, পাকিস্তান এবং পাক আর্মির সুনাম নষ্ট করছে।

প্রসঙ্গত, গত শনিবার (২৩ জানুয়ারি) পাকিস্তানের শিয়া অধ্যুষিত পারাচিনার শহরের একটি কাঁচাবাজারে বোমা বিস্ফোরণে অন্তত ২৫ জন শিয়া শহীদ এবং অপর ৫০ জন আহত হয়। এছাড়া গত কয়েক দিনে করাচিতে বেশ কয়েক সক্রিয় শিয়া মুসলিম শহীদ হয়েছেন।#3567303


captcha