IQNA

ইয়েমেনের বাইদা প্রদেশে মার্কিন কমান্ডো হামলা: নিহত ৫৭

17:37 - January 29, 2017
সংবাদ: 2602444
আন্তর্জাতিক ডেস্ক: ৩০টি অ্যাপচি হেলিকপ্টার ও ড্রোন নিয়ে চালানো এ মার্কিন অভিযানে নিহত ১৬ বেসামরিক নাগরিকের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে। তথ্য সৌদি গণমাধ্যমের।
পার্সটুডের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ইয়েমেনের বাইদা প্রদেশে মার্কিন সামরিক বাহিনীর স্থল ও বিমান হামলায় অন্তত ৫৭ জন নিহত হয়েছে। নিহতদের মধ্যে ১৬ জন বেসামরিক লোক রয়েছে।
সৌদি গণমাধ্যম জানিয়েছে, অ্যাপাচি হেলিকপ্টার থেকে মার্কিন প্যারাট্রুপাররা ইয়েমেনের বাইদা প্রদেশের কিফা জেলার ইয়ালকা গ্রামে অবতরণ করে এবং ব্যাপক অভিযান চালায়। এতে ৩০টি অ্যাপচি হেলিকপ্টার ও ড্রোন অংশ নেয়। সৌদি গণমাধ্যম আরো জানিয়েছে, মার্কিন অভিযানে নিহত ১৬ বেসামরিক নাগরিকের মধ্যে কয়েকজন নারী ও শিশু রয়েছে।
খবরে বলা হয়েছে, নিহতদের বাকিরা হচ্ছে আল-কায়েদা সন্ত্রাসী এবং এরমধ্যে তিনজন শীর্ষ পর্যায়ের নেতা। লেবাননের আল-মায়েদিন টেলিভিশন জানিয়েছে, অভিযানের সময় সংঘর্ষে একজন মার্কিন সেনা নিহত হয়েছে।
ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, খুব ভোরে আল-কায়েদা নেতা আবদুর রাউফ আদ-দাহাবের বাড়িতে ড্রোন থেকে বোমা হামলার মাধ্যমে এ অভিযান শুরু হয় এবং এর কিছুক্ষণ পরই হেলিকপ্টার থেকে প্যারাট্রুপার নামানো হয়।  আল-কায়েদা এ নেতার বাড়ির সবাই বোমা হামলায় নিহত হয়েছে।#

captcha