IQNA

ইমাম জাফর সাদীকের (আ.) দৃষ্টিতে সর্বোত্তম পোশাক

0:03 - January 30, 2017
সংবাদ: 2602447
আন্তর্জাতিক ডেস্ক: ইমামতিধারার ৬ষ্ঠ ইমাম হযরত ইমাম জাফর সাদীক (আ.) থেকে মানব জীবনে সর্বোত্তম পোশাক সম্পর্কে একটি হাদীস বর্ণিত হয়েছে। এ হাদীসে উল্লেখ করা হয়েছে যে, যে পোশাক মানুষকে আল্লাহর স্মরণ থেকে বিরত রাখে না, সে পোশাক হচ্ছে সর্বোত্তম পোশাক।
ইমাম জাফর সাদীকের (আ.) দৃষ্টিতে সর্বোত্তম পোশাক

বার্তা সংস্থা ইকনা: পবিত্র কুরআনের ভাষায় মানুষের জন্য সর্বোত্তম পোশাক হচ্ছে তাকওয়ার পোশাক; অর্থাৎ যে পোশাক মানুষকে আল্লাহর স্মরণ ও ভীতির প্রতি উদ্বুদ্ধ করবে এবং মানুষকে নাফরমানি ও গাফিলতি থেকে রক্ষা করবে।

সর্বোত্তম পোশাক ও পরিচ্ছদ হচ্ছে সেই পোশাক যা মানুষকে আল্লাহর স্মরণ থেকে মোটেও গাফেল বা উদাসীন করে না। বরং মানুষকে স্মরণ করিয়ে দেয় যে, পোশাক বা পরিচ্ছদ হচ্ছে এমন এক বস্তু যা মানুষ ও পশুর মধ্যে ব্যবধানের অন্যতম কারণ। অর্থাৎ পোশাক পরিধান করা মানুষের উপর ফরজ বা মানুষের লজ্জাস্থানকে অন্যের দৃষ্টি থেকে আবদ্ধ রাখা শরিয়তের দৃষ্টিতে ফরজ। কিন্তু পশুদের উপর পোশাক পরিধানের কোন বিধান নেই। আর এখান থেকেই বুঝা যায় মানুষ ও পশুর মধ্যে অন্যতম পার্থক্য হচ্ছে যে, মানুষকে আল্লাহর জ্ঞান দিয়েছেন ও বিচার-বুদ্ধি এবং বিবেচনা ক্ষমতা দিয়েছেন; যাতে সে এগুলোর মাধ্যমে নিজের করণীয় ও দায়িত্ব-কর্তব্য সম্পর্কে সচেতন থাকতে পারে। কিন্তু পশুকে উক্ত ক্ষমতা দেয়া হয় নি; ফলে তার উপর থেকেও উক্ত দায়িত্ব তুলে নেয়া হয়েছে। কিন্তু দু:খজনক হলেও সত্য যে আজকের আধুনিক যুগের মানুষ এ দায়িত্বকে সম্পূর্ণ ভুলে পশুদের ন্যায় বস্ত্রহীন অবস্থাতে ঘোরাফেরা করতে পছন্দ করে; যা কোন বিবেকবান মানুষের পরিচয় নয়; বরং পশুদের অন্যতম বৈশিষ্ট্য হিসেবে গণ্য।


captcha