বার্তা সংস্থা ইকনা: ইটালির প্রেস ইনফো ঘোষণা করেছে: ইটালিতে প্রায় ৩৪ লাখ বিদেশী নাগরিক জীবন যাপন করে। এসকল অভিবাসীদের মধ্যে ৮ লাখ ২০ হাজার মুসলিম অভিবাসী রয়েছে।
এদিকে ফরাসি সংবাদপত্র এক বিবৃতিতে লিখেছে, ইটালির সংখ্যালঘু মুসলমানেরা অর্থনীতির ক্ষেত্রে বেশ সক্রিয় রয়েছে। জিডিপি'র প্রায় ৪ থেকে ৫ শতাংশ সেদেশের মুসলমানদের হাতে।
এছাড়াও, ইটালিতে প্রায় ৭০০টি মসজিদ রয়েছে। সংখ্যালঘু মুসলিম নাগরিকদের ক্রমাগত অনুরোধের জন্য সেদেশে ইসলাম বিদ্বেষীদের স্বীকৃতি দেয়া হচ্ছে না।
ইটালির সিনিয়র ক্যাথলিক বিশপ "কার্লো লিবার্টি" চলতি মাসে এক বিবৃতিতে ইউরোপবাসীকে সাবধান করে বলেছে, আগামী ১০ বছরের মধ্যে ইউরোপ একটি মুসলিম মহাদেশে পরিণত হবে।
উল্লেখ্য, গত ৫০ বছরে ইটালির মুসলমানদের সংখ্যা উল্লেখ যোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। ইটালিতে ১৯৭০ সালে মুসলমানের সংখ্যা মাত্র ২ হাজার ছিল এবং ২০১৫ সালের জরিপ অনুযায়ী দেশটিতে মুসলমানের সংখ্যা বৃদ্ধি পেয়ে ২০ লাখে দাঁড়িয়েছে।