আল-ইয়াওম আস-সাবে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: ভিডিওটি প্রচার করে সামাজিক যোগাযোগের ওয়েব সাইটে সক্রিয় ইউজজাররা। তারা ৭ মুসলিম দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপের প্রতিবাদে ঐ গীর্জার ভেতর আজান প্রচার করা হয়।
ইরান, ইরাক, সিরিয়া, ইয়েমেন, সুদান, লিবিয়া ও সুমালিয়ার নাগরিকদেরকে যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে প্রদত্ত ডোনাল্ড ট্রাম্পের নির্বাহী আদেশের প্রতিবাদে এ পদক্ষেপ গৃহীত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, বোস্টনের কোবলী স্কয়ারে গত রোববার (২৯ জানুয়ারি) এ নির্দেশের বিরুদ্ধে বিক্ষোভ করেছে বিক্ষুব্ধ জনতা।
ট্রাম্প গত শুক্রবার (২৮ জানুয়ারি) ইরান, ইরাক ও ইয়েমনসহ ৭ ইসলামি দেশের নাগরিকদের আগামী ৯০ দিনের জন্য যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করেন। পাশাপাশি আগামী ১২০ দিন শরণার্থী গ্রহণের উপরও নিষেধাজ্ঞা আরোপ করেন তিনি।#3568963