শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম জাফর সাদীক(আ.) বলেছেন:
«من سر ان یکون من اصحاب القائم فلینتظر ولیعمل بالورع و محاسن الاخلاق و هو منتظر فان مات و قام القائم بعده کان له من الاجر مثل اجر من ادرکه»
ইমাম জাফর সাদীক(আ.) বলেছেন, কেউ যদি ইমাম মাহদীর সাহায্যকারী হতে চায় তাহলে তাকে ইমাম মাহদীর প্রতীক্ষাকারী হতে হবে। আর ইমামের প্রতীক্ষাকারী হতে হলে পরহেজগার ও নৈতিক চরিত্রের অধিকারী হতে হবে। আর এরূপ মুত্তাকী ও পরহেজগার ব্যক্তি যদি ইমাম মাহদীর আবির্ভাবের পূর্বে মারা যায় তাহলে সে ঐ ব্যক্তির সমান সওয়াব পাবে যে ইমামকে দেখতে পাবে এবং তাকে সাহায্য করবে।
সূত্র: বিহারুল আনওয়ার ৫২তম খণ্ড, পৃ: ১৪০।