IQNA

মুসলমানদের সমর্থনে;

কানাডার মসজিদের চারপাশে মানববন্ধন

19:14 - February 04, 2017
সংবাদ: 2602473
আন্তর্জাতিক ডেস্ক: গতকাল (৩ ফেব্রুয়ারি) জুমআর নামাযের সময় মসজিদকে ঘিরে মানববন্ধন কর্মসূচী পালনের মাধ্যমে মুসলিম স্বদেশীদের প্রতি সমর্থন ব্যক্তি করেছে কানাডার রাজধানীর শত শত ব্যক্তি।

CBC News এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা: সম্প্রতি কুইবেক শহরের মসজিদে রক্তক্ষয়ী হামলার প্রতিক্রিয়ায় এ পদক্ষেপ গ্রহণ করেছে শহরের বাসিন্দারা।

অটোয়া ছাড়াও কুইবেক শহরের পার্শ্ববর্তী এলাকার লোকজনও জুমআর নামাযের সময় স্থানীয় মসজিদের চারপাশে সমবেত হয়ে মুসলমানদের প্রতি নিজেদের সমর্থন ব্যক্ত করেছে।

এদিকে গতকাল (৩ ফেব্রুয়ারি) এ্যাডমিন্টন মসজিদ মানববন্ধন করে মুসলিম সমাজের প্রতি সমর্থন জানিয়েছে স্থানীয় বাসিন্দারা।

মানববন্ধনের অন্যতম উদ্যোক্তা বলেন: বর্ণবাদের বিরোধিতা এবং মুসলমানদের সাথে বিদ্বেষের কারণে সংঘটিত অপরাধের মোকাবিলা এ পদক্ষের মূখ্য উদ্দেশ্য।

তিনি বলেন: কুইবেকে’র মসজিদে গুলি এবং মুসলমানদের যুক্তরাষ্ট্রে প্রবেশের উপর নিষেধাজ্ঞা আরোপ করে মার্কিন প্রেসিডেন্টের নির্দেশে অনেকেই উদ্বিগ্ন।

তিনি আরও বলেন: এ মানববন্ধনের মাধ্যমে আমরা ঘোষণা করতে চাই যে, সকলেই তাদের ধর্ম পালন করার অধিকার রাখে।#3570174


কানাডার মসজিদের চারপাশে মানববন্ধন

কানাডার মসজিদের চারপাশে মানববন্ধন

কানাডার মসজিদের চারপাশে মানববন্ধন

কানাডার মসজিদের চারপাশে মানববন্ধন


captcha