বার্তা সংস্থা ইকনা: হিজবুল্লাহ কেন্দ্রীয় পরিষদের পরলোকগত পদস্থ সদস্য সাইয়্যেদ হোসেইন ওবেনের স্মরণে আজ(রোববার) আয়োজিত এক অনুষ্ঠানে ভাষণ দেয়ার সময়ে বলেন: হিজবুল্লাহ এবং ইরান সিরিয়ার যুদ্ধবিরতি, সংহতি প্রক্রিয়া এবং রাজনৈতিক ভাবে সংকট সমাধানকে সমর্থন করছে। কিন্তু কোনো কোনো আরব দেশ এখনো সিরিয়ার সংকট সামরিক ভাবে সমাধান করার প্রতি সমর্থন দিয়ে চলেছে।
হিজবুল্লাহ এ যুদ্ধবিরতে সমর্থন করছে না বলে কোনো কোনো আরবি সংবাদ মাধ্যমে যে সংবাদ প্রকাশিত হয়েছে তার কঠোর সমালোচনা করেন হিজবুল্লাহ প্রধান।
তিনি বলেন, ফোওয়া এবং কেফরাইয়া শহরসহ অন্যান্য শহরের মানবিক সংকট কি করে নিরসন করা যায় তা নিয়ে সিরিয়া সরকারের সঙ্গে হিজবুল্লাহ কাজ করছে বলেও জানান তিনি।
এ ছাড়া, সিরিয়ায় জনসংখ্যায় পরিবর্তন আনার পরিকল্পনা হিজবুল্লাহ করছে বলে যে খবর প্রকাশিত হয়েছে তাও নাকচ করে দেন হাসান নাসরুল্লাহ। এ জাতীয় অভিযোগ পরিষ্কার ভাষায় নাকচ করে দেন তিনি।
উল্লেখ্য লেবাননের দক্ষিণাঞ্চলীয় নগরী বালবেকে এ অনুষ্ঠানের আজ দুপুরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।