IQNA

ইরাকে কুফী বর্ণমালার কুরআন আবিষ্কার + ছবি

18:09 - February 14, 2017
সংবাদ: 2602530
আন্তর্জাতিক ডেস্ক: ইরাকের পবিত্র নগরী কারবালায় ২৯৯ হিজরির অন্তর্গত কুফী বর্ণমালার কুরআন আবিষ্কার করা হয়েছে। ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারের অন্তর্গত আহলে বায়েতের (আ.) ঐতিহ্য বিষয়ক রিসার্চ কাউন্সিল এই খবর জানিয়েছে।

বার্তা সংস্থা ইকনা: আহলে বায়েতের (আ.) ঐতিহ্য বিষয়ক রিসার্চ কাউন্সিলের প্রধান 'মুশতাক আল-মুজাফ্ফার' বলেন: এই কাউন্সিলে যে সকল কুরআন রয়েছে, তার মধ্যে এটিই সবচেয়ে প্রাচীন কুরআন।
তিনি বলেন: উদ্ধারকৃত প্রাচীন কুরআন শরীফটি কুফী বর্ণমালায় লেখা হয়েছে। অন্যান্য কুরআনের সাথেই এই প্রাচীন হস্তলিখিত কুরআনটি সংরক্ষণ করা হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, ইমাম হুসাইন (আ.)এর পবিত্র মাযারে এবং আহলে বায়েতের (আ.) ঐতিহ্য বিষয়ক রিসার্চ কাউন্সিলে পবিত্র কুরআনের হস্তলিখিত ২০ খণ্ড পাণ্ডুলিপি রয়েছে।
সম্প্রতি আহলে বায়েতের (আ.) ঐতিহ্য বিষয়ক রিসার্চ কাউন্সিল "মুস্তাকাতুল আনওয়ার"-এর লেখক শেখ তাবারসীর রচিত "কানুয আল-নিজাহ" গ্রন্থের সম্পর্কে বিশেষ গবেষণা করেছে।
iqna

ইরাকে কুফী বর্ণমালার কুরআন আবিষ্কার + ছবি

ইরাকে কুফী বর্ণমালার কুরআন আবিষ্কার + ছবি
captcha