IQNA

রাত হচ্ছে মা ফাতিমার একটি তাফসীর

21:19 - February 14, 2017
1
সংবাদ: 2602533
আন্তর্জাতিক ডেস্ক: হুজ্জাতুল ইসলাম যাহিরি মা ফাতিমাকে রাতের তাফসীর উল্লেখ করে বলেন, মহান আল্লাহ পবিত্র কুরআনে রাতের অনেক বৈশিষ্ট্যকে গোপন রেখেছেন। তেমনিভাবে মা ফাতিমার বহু বৈশিষ্ট্য গোপন রয়েছে কেউ তার ভেদ জানে না।
রাত হচ্ছে মা ফাতিমার একটি তাফসীর

শাবিস্তানের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: তিনি বলেন, বর্তমানে মানুষ শান্তির পিছনে ছুটছে কিন্তু তারপরও কেউ শান্তি পাচ্ছে না। কেনা প্রকৃত শান্তি রয়েছে আল্লাহর ইবাদত-বন্দেগীর মধ্যে।

হুজ্জাতুল ইসলাম যাহিরি বলেন, দুনিয়াতে শান্তি পেতে হলে অবশ্যই পরকাল এবং মৃত্যুপরবর্তী জীবনের উপর বিশ্বাস রাখতে হবে। সুতরাং যারা আখিরাতের প্রতি বিশ্বাস রাখে তারা খুব শান্তিতে বসবাস করে। কেননা তারা নেয়ামত প্রাপ্ত হলে অতি প্রফুল্ল হয় না আবার কোন মুসিবত আসলেও বেশী বিচরিত হয় না।

অপর যে জিনিসটি মানুষকে শান্তি দেয় তা হচ্ছে বিবাহ। পবিত্র কুরআনে আল্লাহ বলছেন: আল্লাহ তোমাদের থেকেই তোমাদের সঙ্গী সৃষ্টি করেছেন এবং তার সাথে বিবাহের মাধ্যমে তোমাদের শান্তি নিহিত রেখেছেন।

পবিত্র কুরআনে রাতের অনেক গুরুত্ব দেয়া হয়েছে এবং যারা উচ্চ পর্যায়ে পৌঁছেছেন তারা সবাই রাতের ইবাদতের মাধ্যমেই সেই স্থানে পৌঁছেছেন।

রাতের ফজিলতের মত মা ফাতিমার অনেক ফজিলত ও গোপন আছে। যেমন তার কবর কোথায় ইমামগণ ছাড়া কেউ জানে না, তার মহান মর্যাদার অনেক খবর আমরা জানি না।

প্রকাশিত: 1
পর্যালোচনা করা হচ্ছে: 0
প্রকাশযোগ্য নয়: 0
আহলে বাইত কুয়েত
0
0
রাতে কুরআন নাজিল হয়েছে, রাতে মুছা আঃ আল্লাহর দিদারে যান, রাতে আমাদের প্রিয়নবী সাঃ হিযরত করেন, মিরাজে যান। কিন্তু কেন রাতে দাফন করা হল মা ফাতেমা যাহরা সাঃআঃ কে, কোথায় দাফন করা হল?
captcha