IQNA

অকাল মৃত্যুর সাথে গুনাহের কোন সম্পর্ক আছে কি?

23:17 - February 15, 2017
সংবাদ: 2602540
আন্তর্জাতিক ডেস্ক: এ বিষয়ে কারও দ্বিমত নেই যে, মানুষ এ পৃথিবীতে থেকে একদিন বিদায় নিবে; অর্থাৎ মৃত্যুবরণের মধ্য দিয়ে এ পৃথিবী থেকে মানুষের বিদায় ঘটবে। কিন্তু মৃত্যু কখন ঘটবে তা কারও জানা নেই। অনেকের মধ্যে এমন ধারণা রয়েছে যে গুনাহের আধিক্য মানুষের অকাল মৃত্যুর কারণ হয়ে থাকে; তবে এ বিষয়টি নির্ভরযোগ্য ও সুপ্রমাণীত তা দৃঢ়তার সাথে বলা সম্ভব না।

বার্তা সংস্থা ইকনা:  ইমাম জাফর সাদীক (আ.) থেকে একটি হাদীসে বর্ণিত হয়েছে,

« مَنْ یَمُوتُ بِالذُّنُوبِ اَكْثَرُ مِمَّنْ یَمُوتُ بِالْآجال وَ مَنْ یَعیشُ بِالْاِحْسانِ اَكْثَرُ مِمَّنْ یَعیشُ بِالْاَعْمار

অর্থাৎ যারা গুনাহের কারণে মৃত্যুবরণ করে, তদের মধ্যে অধিকাংশই হচ্ছে আয়ুষ্কাল সমাপ্তির কারণে আজরাইল তাদের আত্মা কবজ করে নেয়। আর যারা ভাল ও নেক কর্মের কারণে জীবন যাপন অব্যাহত রাখে; তাদের মধ্যে অধিকাংশই আয়ুষ্কাল অবশিষ্ট থাকার কারণে জীবিত থাকে।

উপরোক্ত হাদীসের আলোকে এটা বুঝা যায় যে, এমনটি কখনও নিশ্চিত ও অকাট্যভাবে বলা যাবে না যে, একমাত্র গুনাহের কারণে মৃত্যু ঘটে কিংবা অকাল মৃত্যুর কারণ হয়। কিন্তু এটা বলা সম্ভব যে, যেহেতু গুনাহ হচ্ছে আল্লাহর নাফরমানি ও অবাধ্যতা; সেহেতু গুনাহ মানুষের জন্য কখনও ভাল পরিণতি ডেকে আনতে পারে না।

আল্লাহর মানুষকে সৃষ্টি করে তার জন্য নির্দিষ্ট পরিমাণের আয়ুষ্কাল নির্ধারণ করেছেন। উক্ত আয়ুষ্কাল অনুযায়ী সে এ পৃথিবীতে বেচে থাকে। তবে বিভিন্ন পরিপার্শ্বিক কারণে আল্লাহ তায়ালা এ আয়ুষ্কালে পরিবর্তন কিংবা পরিবর্ধন করে থাকেন।

তাছাড়া ইসলাম ধর্মের অন্যতম শিক্ষা হচ্ছে জীবন ধারণের ক্ষেত্রে আল্লাহর প্রতি আশা ও ভরসা বজায় রাখা। নিরাশা ও আশাহীনতা মানুষের অকাল মৃত্যু ডেকে আনতে পারে।

শাবিস্তান
captcha