IQNA

কাদুনা'য় আল্লামা শেখ যাকযাকির বিচার

22:02 - February 17, 2017
সংবাদ: 2602555
আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার ইসলামি মুভমেন্টের প্রধান আল্লামা শেখ যাকযাকি'কে মুক্তি প্রদান না করে সেদেশের কাদুনা শহরের আদালতে বিচার করা হবে।
কাদুনা'য় আল্লামা শেখ যাকযাকির বিচার

বার্তা সংস্থা ইকনা: কয়েক দিন পূর্বে নাইজেরিয়ার সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে, ইসলামি মুভমেন্টের প্রধান আল্লামা শেখ যাকযাকি এবং তার স্ত্রীকে কাদুনা প্রদেশ হস্তান্তর করা হবে এবং সেখানে তার তিন দশকের কার্যক্রমের বিচার করা হবে।
এ বিষয়টি নাইজেরিয়ার প্রসিকিউটর উত্থাপন করেছে। অথচ বর্তমানে এই শিয়া আলেমের শারীরিক অবস্থার ভালো নয়।
উল্লেখ্য, কয়েক মাস পূর্বে আবুজার হাইকোর্টে এই আলেমের বিচার করা হয় এবং এই কোর্ট তাকে নিঃশর্তে মুক্তি দান করে ও তাকে গ্রেফতারের সময় তার বাড়ীর যে ক্ষতি হয়েছে সেটা সহ অন্যান্য সকল ক্ষতিপূরণ দেয়া হবে বলে জানায়।
iqna


captcha