বার্তা সংস্থা ইকনা: নতুন এই বিলের ফলে দেশটির হিন্দু নারীরা বিয়ের কাগজ-পত্রের প্রমাণ পাবেন। পাকিস্তানি হিন্দুদের জন্য এটিই প্রথম কোনো ভিন্ন আইন; যা দেশটির পাঞ্জাব, বেলুচিস্তান, খাইবার পাখতুনখা প্রদেশে প্রযোজ্য হবে। এছাড়া সিন্ধু প্রদেশ ইতোমধ্যে হিন্দু বিয়ে আইন প্রণয়ন করেছে।
এর আগে ২০১৫ সালের ২৬ সেপ্টেম্বর ন্যাশনাল অ্যাসেম্বলিতে ওই বিল অনুমোদন পায়। আগামী সপ্তাহে বিলটি রাষ্ট্রপতির কাছে পাঠানো হবে। রাষ্ট্রপতির অনুমোদন পেলে আইনে পরিণত হবে।
বিলটি শুক্রবার দেশটির সিনেটে উপস্থাপন করেন আইন মন্ত্রী জাহিদ হামিদ। কোনো ধরনের আপত্তি ও বিরোধীতা ছাড়াই তা পাস হয়।
আমাদের সময়.কম