IQNA

ফাতেমা যাহরার (আ.) সমাধির ন্যায় তার ফজিলতও অজ্ঞাত রয়ে গেছে: গবেষক

12:18 - February 19, 2017
সংবাদ: 2602565
আন্তর্জাতিক ডেস্ক: রাসূলের (সা.) প্রিয়তমা কন্যা হলেন খাতুনে জান্নাত হযরত ফাতেমা যাহরা (সা.)। যিনি নারী জাতির মধ্যে সর্বাধিক সম্মানিত ও ফজিলতপূর্ণ ব্যক্তিত্ব হিসেবে সর্বজন বিদিত। অথচ অধিকাংশ মুসলমানরা এ মহীয়সীর নারীর ফজিলত সম্পর্কে যথাযথভাবে অবহিত নয়।


বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশিষ্ট ইসলামি গবেষক ও চিন্তাবিদ হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলিমিন মুহাম্মাদ আকবারি বলেছেন যে, যেমনভাবে নবী নন্দিনী ফাতেমা যাহরার (আ.) কবর মোবারক পৃথিবীর মানুষের অজ্ঞাত রয়েছে, সেভাবে খাতুনে জান্নাতের ফজিলত ও ব্যক্তিত্বও আমাদের জ্ঞানের আড়ালে রয়ে গেছে। এ মহীয়সী নারী সম্পর্কে রাসূলের (সা.) অসংখ্য হাদীস এমনকি রাসূল নিজেও তার প্রতি নজিরবিহীন ভক্তি ও শ্রদ্ধা নিবেদনের পরও মুসলিম উম্মাহ আজও এ বিষয়ে গাফেল ও উদাসীনতা প্রদর্শন করে যাচ্ছে।

রাসূলের (সা.) ওফাতের মাত্র তিন মাসের ব্যবধানে হযরত ফাতেমা যাহরার মত ১৮ বছরের যুবতি নারীকে কেন এ পৃথিবী থেকে বিদায় নিতে হল; এ প্রশ্নের উত্তর আমাদের জানা উচিত। কেন ফাতেমা যাহরা (আ.) ওসিয়াত করেছিলেন যে, তার কবর যেন গোপন রাখা হয়? কেন তিনি ওসিয়াত করেছিলেন যে, তাকে রাতের আধারে গোসল, কাফন ও দাফন করতে? কেন তিনি প্রথম দু’খলিফার প্রতি অসন্তুষ্টি প্রকাশ করেছিলেন? এ সব প্রশ্ন আমাদের নিকট অত্যন্ত রহস্যময় মনে হলেও তা অতি বাস্তব।
শাবিস্তান

captcha