IQNA

মরক্কোর প্রদর্শনীতে সর্বাধিক বিক্রয়কৃত গ্রন্থ আল-কুরআন

23:28 - February 19, 2017
সংবাদ: 2602571
আন্তর্জাতিক ডেস্ক: মরক্কোর গ্রন্থ, মুদ্রণ, প্রকাশনা এবং বিতরণ ইন্টারন্যাশনাল সেন্টারের মহাপরিচালক বলেছেন: মরক্কোর 'কাসাব্লাংকা' শহরে ২৩তম অন্তর্জাতিক গ্রন্থ প্রদর্শনীতে সবচেয়ে অধিক বিক্রয় হয়েছে পবিত্র কুরআন।
মরক্কোর প্রদর্শনীতে সর্বাধিক বিক্রয়কৃত গ্রন্থ আল-কুরআন

বার্তা সংস্থা ইকনা: মরক্কোর গ্রন্থ, মুদ্রণ, প্রকাশনা এবং বিতরণ ইন্টারন্যাশনাল সেন্টারের মহাপরিচালক ফুয়াদ বলেছেন: প্রদর্শনীতে অংশগ্রহণকারী প্রকাশনাগুল জানিয়েছে, পবিত্র কুরআন শরিফের পাণ্ডুলিপি সবচেয়ে বেশী বিক্রয় হয়েছে। বিগত তিন বছরে পবিত্র কুরআনের পাণ্ডুলিপির বিক্রয়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
তিনি বলেন: প্রদর্শনীর শেষ সপ্তাহে সর্বাধিক গ্রন্থ বিক্রয় হয়েছে। অন্যান্য বছরের তুলনায় চলতি বছরে বই বিক্রয়ের সংখ্যা হ্রাস পেয়েছে। এই বিষয়টি প্রকাশকদের জন্য উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে।
এছাড়াও কাসাব্লাংকার প্রদর্শনীতে অংশগ্রহণকারী পাবলিশার্সগুলো বলেছে: চলতি বছরে পবিত্র কুরআনের পাশাপাশি উপন্যাস ও মনোবিজ্ঞানের পুস্তকগুলি অধিক প্রাধান্য পেয়েছে।
২৩তম অন্তর্জাতিক গ্রন্থ প্রদর্শনী ৯ম ফেব্রুয়ারিতে শুরু হয়েছে। এই প্রদর্শনীতে বিশ্বের ৫৪টি দেশ অংশগ্রহণ করেছে।
মরক্কোর 'কাসাব্লাংকা' শহরে ২৩তম অন্তর্জাতিক গ্রন্থ প্রদর্শনী ১৯শে ফেব্রুয়ারি পর্যন্ত অব্যাহত ছিল।
iqna




captcha