IQNA

মানবজাতি হযরত ফাতিমা যাহরার কাছে ঋণী থাকার রহস্য

23:22 - February 25, 2017
সংবাদ: 2602606
হাদিসে বর্ণিত হয়েছে যে, রাসূলকে সৃষ্টি করা না হলে বিশ্বকে সৃষ্টি করা হত না, আল আলী ও ফাতিমাকে সৃষ্টি না করা হলে রাসূলকেও সৃষ্টি করা হত না। সুতরাং প্রমাণিত হয় যে, বিশ্বের সকল কিছু মা ফাতিমার কাছে চির ঋণী।

বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: অপরদিকে সূরা কাওসারে মা ফাতিমাকে إِنَّا أَعْطَيْنَاكَ الْكَوْثَرَ»  সকল কল্যাণের উৎস হিসাবে বর্ণনা করা হয়েছে। সুতরাং আজ পর্যন্ত মানুষ যে সকল নেয়ামত ভোগ ও কল্যাণলাভ করছে তা মা ফাতিমার বদৌলতেই পাচ্ছে। আর এ জন্যই মানবজাতি তথা গোটা সৃষ্টি জগত মা ফাতিমার কাছে ঋণী।

আহলে বাইতের (আ.) শত্রুরা মা ফাতিমার মর্যাদা ও কল্যাণকে লুকানোর চেষ্টা করেছে, কিন্তু তারা সফল হয় নি। কেননা আল্লাহ বলেছেন, «وَاللَّهُ مُتِمُّ نُورِهِ وَلَوْ كَرِهَ الْكَافِرُونَ» তিনি তার নূরকে পরিপূর্ণ করবেন আর তাতে যদি মুশরিকরা অসন্তুষ্টও হয়ে থাকে।

আর মা ফাতিমার ঘরে পালিত হয়েছে, ফিজ্জা, কাম্বার ও সালমান ফার্সির মত মহান ব্যক্তিত্ব। আমাদেরকেও তার সঠিক অনুসারী হতে গেলে কাজ করতে হবে, গোনাহ থেকে দূরে থাকতে হবে, আল্লাহর ইবাদত বন্দেগী করতে হবে।

তিনি মাত্র ১৮ বছর জীবন-যাপন করে গোটা মানবজাতির জন্য আদর্শ হয়েছেন। তিনি এত বড় ব্যক্তিত্ব ছিলেন যে, আল্লাহ বলছেন, «امْتَحَنَكِ اللَّهُ الَّذِي خَلَقَكِ قَبْلَ أَنْ يَخْلُقَكِ فَوَجَدَكِ لِمَا امْتَحَنَكِ. صَابِرَةً» তোমাকে সৃষ্টির পূর্বে পরীক্ষা নেয়া হয়েছে এবং তোমাকে ধৈর্যশীল হিসাবে পেয়েছি।
শাবিস্তান
captcha