IQNA

৬ শিশুকে গ্রেফতার করল বাহরাইনের অলে খলিফা

23:55 - February 28, 2017
সংবাদ: 2602628
আন্তর্জাতিক ডেস্ক: বাহরাইনে হিউম্যান রাইটস সেন্টার ঘোষণা করেছে, অলে খলিফার সৈন্যরা ১৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। এসকল বন্দীদের মধ্যে ৬ জন শিশু রয়েছে।
৬ শিশুকে গ্রেফতার করল বাহরাইনের অলে খলিফা
বার্তা সংস্থা ইকনা: বাহরাইনে হিউম্যান রাইটস সেন্টার নিজেদের সাপ্তাহিক প্রতিবেদনে ঘোষণা করেছেন, ২০ থেকে ২৬শে ফেব্রুয়ারির মধ্যে অলে খলিফার সৈন্যরা মোট ১৭ জন ব্যক্তিকে গ্রেফতার করেছে। বন্দিদের মধ্যে ৬ জন শিশু রয়েছে এবং তাদের মধ্যে মাত্র একজন মুক্তি পেয়েছে।

এই প্রতিবেদনে বলা হয়েছে, বাহরাইনের বিচার ব্যবস্থা ৬টি রাজনৈতিক ইস্যুতে মোট ১৯ জনের বিচার করেছে। ৮ জন বন্দির বাহরাইনের নাগরিকত্ব বাতিল এবং দুই জনের যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করেছে।

এছাড়াও অলে খলিফার সৈন্যরা বাহরাইনের ৪০টি অঞ্চলের মোট ১৪০টি বিক্ষোভে মধ্যে ২৬টি বিক্ষোভে হামলা চালিয়ে বিক্ষোভকারীদের মধ্যে অনেককে আহত ও গ্রেফতার করেছে।

iqna



ট্যাগ্সসমূহ: বাহরাইন ، ইকনা ، শিশু ، খলিফা ، বন্দি
captcha