IQNA

সর্বোচ্চ নেতার উপস্থিতিতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.)র শাহাদাত বার্ষিকী পালিত

0:31 - March 04, 2017
সংবাদ: 2602643
আন্তর্জাতিক ডেস্ক: ৩ জমাদিউস সানি ছিল বেহেশতি নারীদের নেত্রী হযরত ফাতেমা যাহরার (সালামুল্লাহি আলাইহা) শাহাদাত বার্ষিকী। এ উপলক্ষে ইরানের রাজধানী তেহরানসহ সারাদেশের মসজিদ ও হুসাইনিয়াতে আলোচনা সভা ও শোকানুষ্ঠানের আয়োজন করা হয়।
সর্বোচ্চ নেতার উপস্থিতিতে হযরত ফাতেমা যাহরা (সা. আ.)র শাহাদাত বার্ষিকী পালিত
বার্তা সংস্থা ইকনা: ইসলামি বিপ্লবের নেতা মরহুম ইমাম খোমেনী (রহ.)-এর হুসাইনিয়াতে অনুষ্ঠিত শোকানুষ্ঠানে অংশ নেন সর্বোচ্চ নেতা হযরত আয়াতুল্লাহিল উজমা আলী খামেনেয়ী। এই শোকানুষ্ঠানে হাজার হাজার নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
হযরত ফাতেমা যাহরা (সা. আ.)র শাহাদাত বার্ষিকী উপলক্ষে ইরানে বৃহস্পতিবার ছিল সরকারি ছুটির দিন। ওইদিন পার্কসহ বিভিন্ন খোলা ময়দানে জামায়াতে নামাজ অনুষ্ঠিত হয় এবং হযরত ফাতেমা যাহরা (সা.আ.)-এর জীবনীর ওপর আলোচনা করেন আয়াতুল্লাহ আহমেদ খাতামী। এছাড়াও মর্সিয়া পাঠ করেন সাইয়্যেদ হায়দারিয়ান।
হিজরি-পূর্ব আট সনের বিশে জমাদিউসসানি জন্ম নিয়েছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ নারী এবং মহান আল্লাহ ও তাঁর অতি-ঘনিষ্ঠ শীর্ষস্থানীয় ব্যক্তিত্ব নবী-নন্দিনী হযরত ফাতেমা যাহরা (সা.আ.)।
iqna





captcha