আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ২৪ বছরের মেয়ে 'সায়িদা আক্কাদ' দীর্ঘ তিন বছর কঠোর পরিশ্রম করে পবিত্র কুরআন শরিফের একখণ্ড পাণ্ডুলিপি লিখে শেষ করেছেন।
বার্তা সংস্থা ইকনা: সায়িদা আক্কাদ ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে থাকাকালীন কুরআন শরিফ লেখার কাজ শুরু করেন এবং দীর্ঘ তিন বছর কঠোর পরিশ্রম করার পর তার এই পবিত্র কাজ সম্পন্ন হয়। iqna