IQNA

তিন বছর পরিশ্রমের পরে কুরআন লেখা সম্পন্ন করলেন ফিলিস্তিনের এক মেয়ে

21:30 - March 04, 2017
সংবাদ: 2602649
আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের ২৪ বছরের মেয়ে 'সায়িদা আক্কাদ' দীর্ঘ তিন বছর কঠোর পরিশ্রম করে পবিত্র কুরআন শরিফের একখণ্ড পাণ্ডুলিপি লিখে শেষ করেছেন।
তিন বছর পরিশ্রমের পরে কুরআন লেখা সম্পন্ন করলেন ফিলিস্তিনের এক মেয়ে
বার্তা সংস্থা ইকনা: সায়িদা আক্কাদ ২০১৪ সালে বিশ্ববিদ্যালয়ের শেষ বর্ষে থাকাকালীন কুরআন শরিফ লেখার কাজ শুরু করেন এবং দীর্ঘ তিন বছর কঠোর পরিশ্রম করার পর তার এই পবিত্র কাজ সম্পন্ন হয়।
iqna


captcha