IQNA

মাওলানা শিরানী;

দায়েশ ও তালেবান আমেরিকার স্বার্থে কাজ করছে

0:23 - March 05, 2017
সংবাদ: 2602656
আন্তর্জাতিক ডেস্ক: জিহাদের অজুহাতে তালেবান ও আইএস তথা দায়েশের রক্তপাত ও যুদ্ধের তীব্র সমালোচনা করে পাকিস্তানের ইসলামী মতামত কাউন্সিলের নেতা বলেছেন: এই দুই দল ইসলামের নামে আমেরিকা ও পশ্চিমাদের জন্য কাজ করছে।
দায়েশ ও তালেবান আমেরিকার স্বার্থে কাজ করছে
বার্তা সংস্থা ইকনা: পাকিস্তানের বিশিষ্ট আলেম মাওলানা মুহাম্মাদ খান শিরানী বেলুচিস্তানের বাগ অঞ্চলের 'তায়লিমুল কুরআন' মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে চরমপন্থি দলগুলোর তীব্র সমালোচনা করে বলেন: দায়েশ ও তালেবান অন্যের জন্য যুদ্ধ করছে। ইসলাম ও জিহাদের অজুহাতে বিভিন্ন ইসলামী দেশে রক্তপাত ও দুর্নীতি করে বেড়াচ্ছে।

তিনি বলেন: ট্রাম্প আসার পর বিশ্বে যুদ্ধের ফর্ম অন্য দিকে মোড় দিয়েছে। এখন সাম্প্রদায়িকতার যুদ্ধ হচ্ছে।

মাওলানা শিরানী বলেন: আমেরিকা চাচ্ছে আরব এবং পশ্চিমা দেশগুলোর সহায়তায় মুসলমানদের মধ্যে বিভেদ সৃষ্টি করতে এবং তাদের মধ্যে যুদ্ধ বাধাতে।

তিনি গুরুত্বারোপ করে বলেন: বর্তমানে শত্রুরা নিজেরাই নিজেকে পরিচিত করে তুলছে। আমাদের উচিত হতে শত্রুদের অপপ্রচারকে বিশ্বাস না করা। কারণ, এটা ইসলামী বিশ্বের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে।

iqna


captcha