IQNA

উত্তর প্রদেশে সন্দেহভাজন দায়েশ সন্ত্রাসী নিহত, রিহাই মঞ্চের প্রশ্ন

17:07 - March 08, 2017
সংবাদ: 2602673
আন্তর্জাতিক ডেস্ক: ভারতের উত্তর প্রদেশের ঠাকুরগঞ্জে নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে সন্দেহভাজন এক দায়েশ (আইএসআইএল) সন্ত্রাসী নিহত হয়েছে। আজ (বুধবার) ভোর তিনটা নাগাদ উত্তর প্রদেশের বাসিন্দা সাইফুল্লাহ নামে ওই সন্ত্রাসীর লাশ উদ্ধার হয়েছে। এদিকে, ওই ঘটনায় সামাজিক সংস্থা ‘রিহাই মঞ্চ’ একাধিক প্রশ্ন উত্থাপন করেছে।

বার্তা সংস্থা ইকনা: আজ এন্টি টেরোরিস্ট স্কোয়াডের সিনিয়র কর্মকর্তা অসীম অরুণ বলেন, ‘নিহত সন্ত্রাসীর লাশের কাছ থেকে ৮ টি পিস্তল, সাড়ে ৬০০ রাউন্ড গুলি, বিস্ফোরক, নগদ টাকা, সোনা, পাসপোর্ট, সিম কার্ড এবং ট্রেন টাইমের তালিকা পাওয়া গেছে।’    

পুলিশের দাবি, ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণে যুক্ত ছিল নিহত সাইফুল্লাহ। ওই বিস্ফোরণের ঘটনায় ৯ জন আহত হয়েছিলেন।

মধ্য প্রদেশের বিজেপি মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহানের দাবি, ভোপাল-উজ্জয়িনী প্যাসেঞ্জার ট্রেনে বিস্ফোরণে সন্ত্রাসী সংগঠন দায়েশের হাত রয়েছে। এ ব্যাপারে তাদের কাছে প্রমাণ রয়েছে। গতকাল সকাল ৯ টায় ওই বিস্ফোরণের ঘটনা ঘটে।

এদিকে, রিহাই মঞ্চের মহাসচিব রাজীব যাদব বলেছেন, ‘ট্রেনে বিস্ফোরণের ঘটনায় আহতরা ক্যামেরার সামনে বলেছেন, ট্রেনের লাইটে বিস্ফোরণ হয়েছিল। জিআরপি পুলিশ সুপার কৃষ্ণা বেণীও প্রাথমিক বিবৃতিতে বলেছিলেন, শর্ট সার্কিটের ফলে ওই বিস্ফোরণ ঘটেছে। তিনি এটাও স্পষ্ট করেছিলেন যে, ঘটনাস্থল থেকে কোনোপ্রকার বিস্ফোরক সামগ্রী অথবা তার অবশিষ্টাংশ পাওয়া যায়নি।’

রাজীব যাদব আরও বলেন, ‘ওই ঘটনাকে সন্ত্রাসী হামলা বলে অভিহিত করার তাড়াহুড়োয় প্রমাণ করছে এর আড়ালে বিস্ফোরণের টেকনিক্যাল কারণকে চাপা দিয়ে একে জোর করে সন্ত্রাসী ঘটনা বলে প্রচারিত করে উত্তর প্রদেশে বিজেপির পক্ষে মুসলিমবিরোধী পরিবেশ তৈরি করার চেষ্টা হয়েছে।’   

এদিকে, সাইফুল্লাহ নামের যে সন্দেহভাজন সন্ত্রাসী পুলিশের সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছে সে প্রসঙ্গে রাজীব যাদব বলেন, ‘পুলিশ ওই সন্ত্রাসীর নাম কীভাবে জানতে পেরেছে? পুলিশের কথিত সন্ত্রাসীর চাচার নাম এবং ফোন নম্বর কোথা থেকে পাওয়া গেছে এবং কে দিয়েছে?’

রিহাই মঞ্চের লক্ষনৌ'র মুখপাত্র অনিল যাদব বলেন, ‘সংঘর্ষের খবর সম্প্রচার করার সময় যে শব্দের ব্যবহার করা হচ্ছে এবং কিছু টিভি চ্যানেলে বার বার বলা হচ্ছে যে ওই সন্ত্রাসী আইএসআইএলের সঙ্গে যুক্ত এবং সে ঘরের মধ্যে জিহাদের কথা বলছিল। কিন্তু ওই চ্যানেল এটা বলতে পারছে না যে আইএসআইএলের সঙ্গে যুক্ত থাকার তথ্য তাদের কে দিয়েছে? কথিত ওই সন্ত্রাসীর কোন কথায় বোঝা গেছে যে সে জিহাদের কথা বলছিল?’

তিনি বলেন, 'রিহাই মঞ্চ আগেই আশঙ্কা করেছিল যে, নির্বাচনে বিজেপি’র খারাপ পরিস্থিতি থেকে বের হতে গোয়েন্দা এবং নিরাপত্তা এজেন্সি মোদির ওপরে সন্ত্রাসী হামলা অথবা সংঘর্ষের নাটক করতে পারে।'

পার্সটুডে
captcha