IQNA

তুরস্কে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স

23:44 - March 08, 2017
সংবাদ: 2602678
আন্তর্জাতিক ডেস্ক: তুরস্কের আর্দু শহরের দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য কুরআন প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হচ্ছে।

বার্তা সংস্থা ইকনা: উক্ত কুরআন প্রশিক্ষণে মোট ৫ জন দৃষ্টি প্রতিবন্ধী অংশগ্রহণ করেছে। ৬৪ ঘণ্টার এই কোর্সে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীগণ ব্রেইল বর্ণমালার কুরআন কুরআন পড়া শিখবে।

এই কোর্সে একটি বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে শিক্ষা ব্যবস্থার গতি। এর ফলে শিক্ষার্থীরা দ্রুত কুরআন পড়া শিখতে পারবে।

আর্দু শহরের মেয়র আনোয়ার ইলমায বলেন: এটা সত্যিই বেশ প্রশংসনীয়। কারণ তারা ভক্তি এবং ভালোবাসার সাথে এই ক্লাসে অংশগ্রহণ করছে। কুরআন শিক্ষার সিদ্ধান্ত গ্রহণের জন্য তাদের দৃঢ় সংকল্প প্রমাণিত হয়েছে।

তিনি বলেন: আমর এমন ধর্মের অনুসারী, যেখানে প্রথম শব্দে বলা হয়েছে 'একরা: পড়'। এ কারণেই দৃষ্টি প্রতিবন্ধীদেরও কুরআন শেখার প্রয়োজন রয়েছে। আমি এবং আমর সহকর্মীরা এই বিষয়টিকে অধিক গুরুত্ব দিচ্ছি এবং এই প্রশিক্ষণ কোর্স সম্প্রসারণের জন্য চেষ্টা চালাচ্ছি।

iqna


captcha