বার্তা সংস্থা ইকনা: আমেরিকার একটি আদালত সেদেশের 'মিনেসোটা' রাজ্যের একটি মসজিদে হুমকিমূলক চিঠি পাঠানোর অভিযোগে এক ইসলাম বিদ্বেষীর এক বছর কারাদণ্ডে দণ্ডিত করেছে।
জর্জ নামক এই ইসলাম বিদ্বেষী ২০১৫ সালের সেপ্টেম্বর মাসে 'মিনেসোটা' রাজ্যের একটি মসজিদে চিঠি প্রেরণের মাধ্যমে মসজিদ ধ্বংস করার হুমকি দিয়েছে।
জর্জ তার চিঠিতে লিখেছে, যদি মজিদের জামাতের নামাজ বন্ধ না করা হয় তাহলে একমাত্র উপায় হচ্ছ মসজিদটি ধ্বংস করা।
বলাবাহুল্য, প্রতিবেদন অনুযায়ী, সাম্প্রতিক বছরগুলোতে পাশ্চাত্যে, বিশেষকরে যুক্তরাষ্ট্রে ইসলাম বিদ্বেষীদের কার্যক্রম অতিমাত্রয় বৃদ্ধি পেয়েছে।