IQNA

আমিরাতে 'এনডাউমেন্ট পুরস্কার' কুরআন প্রতিযোগিতা

23:54 - March 12, 2017
সংবাদ: 2602700
আন্তর্জাতিক ডেস্ক: আমিরাতের আওকাফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্সের সাধারণ অধিদপ্তর জানিয়েছে, 'এনডাউমেন্ট পুরস্কার' শিরোনামে কুরআন হেফজ ও তাজবিদের আলোকে অষ্টম জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
আমিরাতে 'এনডাউমেন্ট পুরস্কার' কুরআন প্রতিযোগিতা
বার্তা সংস্থা ইকনা: আওকাফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্সের সাধারণ অধিদপ্তর ঘোষণা করেছে, কুরআন হেফজ ও তাজবিদের আলোকে অষ্টম 'এনডাউমেন্ট পুরস্কার' জাতীয় কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করার জন্য আগ্রহী ব্যক্তি মণ্ডলী ১২ই মার্চ থেকে নিজেদের নাম নিবন্ধন করতে পারবেন।
আমিরাতের বিভিন্ন বয়সের নাগরিক, স্বীকৃতপ্রাপ্ত কুরআন হেফজ কেন্দ্রের শিক্ষার্থী, কুরআন প্রশিক্ষণ পুনর্বাসন কেন্দ্র ও পুনর্বাসন প্রতিষ্ঠানের সদস্যগণ এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।
আমিরাতের আওকাফ অ্যান্ড ইসলামিক অ্যাফেয়ার্সের প্রধান মোহাম্মাদ মাতার আল কায়বী বলেন: জনগণদের কুরআন তিলাওয়াত এবং হেফজের প্রতি আগ্রহ বৃদ্ধি করানোর জন্য 'এনডাউমেন্ট পুরস্কার' জাতীয় কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
এই প্রতিযোগিতা তিনটি স্তরে অনুষ্ঠিত হবে। প্রাথমিক পর্যায়ের অনুষ্ঠান ২৩শে মার্চ পর্যন্ত অব্যাহত থাকবে। প্রাথমিক পর্যায়ে উত্তীর্ণদের নিয়ে দ্বিতীয় পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এই প্রতিযোগিতা ৯ম এপ্রিলে শুরু হবে এবং একাধারে ২০শে এপ্রিল পর্যন্ত অব্যাহত থাকবে। চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা আবু ধাবিতে ৮ম মে শুরু হবে এবং ১৮ই মে পর্যন্ত অব্যাহত থাকবে। প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান পবিত্র রমজান মাসে অনুষ্ঠিত হবে।
iqna
http://iqna.ir/fa/news/3583178




captcha