
বার্তা সংস্থা ইকনা'র রিপোর্ট: ইমাম মাহদী(আ.) যে আল্লাহর শেষ হুজ্জাত তা বুদ্ধিবৃত্তিক এবং বর্ণনা নির্ভর দলিলের মাধ্যমে প্রমাণিত। সুতরাং ইমাম মাহদীর আল্লাহর হুজ্জাত হওয়ার বিষয়টি সব দিক থেকে প্রমাণিত এবং কোন সুস্থ বিবেকই তা প্রত্যাখ্যান করতে পারে না।
ইমাম মাহদী আল্লাহর হুজ্জাত, তিনি আমাদের মাঝেই আছেন, কিন্তু আমরা তাকে দেখতে পাই না। যেমন সূর্য যখন মেঘের আড়ালে থাকে তখন আমরা তা দেখতে পাই না।
ইমাম মাহদী(আ.) নিজেই বলেছেন: আমি অদৃশ্য থাকার সময় মানুষজন মেঘের আড়ালে লুকিয়ে থাকা সূর্য থেকে যেভাবে লাভবান হয় আমার থেকে ঠিক সেভাবে লাভবান হবে। (কামালুদ্দিন, পৃ. ৪৮৫)
সৌরজগতে সূর্যের ভূমিকা সবচেয়ে বেশী। তাকে কেন্দ্র করে অন্য সব গ্রহ অনবরত ঘুরছে। অনুরূপভাবে ইমাম মাহদী (আ.)ও সকল সৃষ্টির কেন্দ্রবিন্দু। ببقائه بقیت الدنیا و بیمنه رزق الوری و بوجوده ثبتت الررض و السماء
তার কারণেই
পৃথিবী অস্তিত্বমান এবং তার বরকতেই পৃথিবীর সকলেই রিযিক প্রাপ্ত হয় এবং তার বরকতেই পৃথিবী ও আকাশ প্রতিষ্ঠিত রয়েছে।