আন্তর্জাতিক ডেস্ক: মিশরের প্রত্মতাত্ত্বিকরা নীল নদের তলদেশ থেকে ৩ হাজার বছরের পুরনো একটি মূর্তি উদ্ধার করেছেন। ধারনা করা হচ্ছে মূর্তিটি মিশরের একজন রাজা বা ফেরো দ্বিতীয় র্যামসেসের মূর্তির দেহের অংশবিশেষ। এর আগে গত সপ্তাহে একই যায়গা থেকে মূর্তির মাথার অংশের সন্ধান মেলে।
বার্তা সংস্থা ইকনা: মিশরীয় এবং জার্মান প্রত্মতাত্ত্বিকদের একটি যৌথ দল তিন টন ওজনের এই মূর্তিটি খুঁজে বের করে।
প্রত্মতাত্ত্বিকরা বলছেন, যদি প্রমাণিত হয় যে এটি ফেরো দ্বিতীয় র্যামসেসের আসল মূর্তি তবে তা হবে এক বিরাট ঘটনা। প্রত্মতাত্ত্ব বিভাগ বলছে, মূর্তিটির অংশগুলো জোড়া লাগানো হবে কায়রোর কেন্দ্রীয় যাদুঘরে।
সরংড়ৎ (২)মূর্তিটি কায়রোর সুক আল-খামিস মহল্লায় নীল নদের কাছাকাছি জায়গায় খনন করে পাওয়া যায়। মূর্তিটি এতটাই বড় যে এটি ওঠাতে ক্রেন এবং প্রায় এক ডজন মানুষের সাহায্য নিতে হয়।
ফেরো দ্বিতীয় র্যামসেস মোট ৬০ বছর রাজত্ব করেছিলেন। সে সময় মিশরের নামডাক চারিদিকে ছড়িয়ে পড়ে।
বিবিসি