IQNA

ঢাকায় র‍্যাবের অস্থায়ী ক্যাম্পে 'আত্মঘাতী' বোমার বিস্ফোরণ: যুবক নিহত

14:17 - March 17, 2017
সংবাদ: 2602728
রাজধানী ঢাকার উত্তরার আশকোনা এলাকায় হজক্যাম্পে র‌্যাবের অস্থায়ী ক্যাম্পে 'আত্মঘাতী' বোমার বিস্ফোরণ ঘটেছে। এতে হামলাকারী নিহত হয়েছেন বলে জানিয়েছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)। চট্টগ্রামের সীতাকুণ্ডের দুটি জঙ্গি আস্তানায় অভিযানে চারজন নিহতের ঘটনার একদিন পর এ ঘটনা ঘটল।

বার্তা সংস্থা ইকনা: বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরে আজম মিয়া জানান, আশকোনায় র‍্যাবের  নির্মাণাধীন কার্যালয়ে এক ব্যক্তি দেয়াল টপকে ভেতরে ঢোকেন। এ সময় র‍্যাব সদস্যরা তাঁকে বাধা দিতে গেলে ওই ব্যক্তি নিজের শরীরে থাকা বোমার বিস্ফোরণ ঘটান। এতে হামলাকারী নিহত হন। এ ছাড়া এ ঘটনায় র‍্যাবের দুই সদস্য আহত হয়েছেন বলে জানান নুরে আজম মিয়া।

র‍্যাবের পরিচালক (গণমাধ্যম) মুফতি মাহমুদ খান জানান, বেলা একটার দিকে আশকোনা হাজি ক্যাম্পের পাশে র‍্যাব সদর দপ্তরের সীমানা প্রাচীর পার হয়ে ওই যুবক ভেতরে ঢুকতে গেল সেখানে উপস্থিত র‍্যাবের কয়েকজন সদস্য তাকে জিজ্ঞাসাবাদ করতে শুরু করে। একপর্যায়ে সে সেখান থেকে ছুটে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। তখন তার শরীরের সঙ্গে বেঁধে রাখা বোমার বিস্ফারণ ঘটায়। এতে ঘটনাস্থলেই তিনি মারা যান। বোমার আঘাতে তাঁর শরীর ছিন্নভিন্ন হয়ে যায়।

আনুমানিক ২৫ বছর বয়সী ওই যুবকের নাম পরিচয় এখনো জানা যায়নি। ঘটনার পরপরই পুরো এলাকা ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষা বাহিনী। এরই মধ্যে র‍্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত হয়েছেন।

সব কারাগারে রেড অ্যালার্ট

এদিকে, ঘটনার পর দেশের সব কারাগারে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। কার‍া অধিদফতরের অতিরিক্ত কারা মাহাপরিদর্শক (আইজি প্রিজন) কর্নেল মো. ইকবাল হাসান জানান, রাজধানীর আশকোনায়  র‌্যাবের অস্থায়ী ক্যাম্পের পাশে বোমা বিস্ফোরণের পর এ নির্দেশনা দেওয়া হয়েছে।

এর আগে, চট্টগ্রামের সীতাকুণ্ডে জঙ্গি আস্তানায় ৪ ঘণ্টার রুদ্ধশ্বাস অভিযানে আত্মঘাতী বিস্ফোরণ ও গুলিতে এক নারীসহ চার জঙ্গি নিহত হয়েছে। পরে ৭ বছরের আরও এক শিশুর লাশ উদ্ধার করা হয়।   

সীতাকুণ্ডে জঙ্গিদের দুটি আস্তানায় অভিযানের ঘটনায় চারটি মামলা দায়ের হয়েছে। শুক্রবার সীতাকুণ্ড থানায় পুলিশ বাদী হয়ে হত্যা, সন্ত্রাসবাদ ও অস্ত্র আইনে এসব মামলা করে। সূত্র: parstoday
captcha