আন্তর্জাতিক ডেস্ক: ইমাম বাকের (আ.) বলেছেন, ইমাম মাহদীর আবির্ভাবের পর তিনি যখন রাষ্ট্র কায়েম করবেন, তখন শিয়াদের বৈশিষ্ট্য হবে এমন যে, তারা সিংহের চেয়েও সাহসী এবং তলোয়ারের মাথার চেয়ে বেশী ধারালো হবে। তারা আমাদের শত্রুদেরকে পয়মাল করবে এবং তাদের মুখে থাপ্পড় মারবে। এ সময়ে মানুষের উপর আল্লাহর রহমতের বারিধারা বর্ষিত হবে।
বার্তা সংস্থা ইনকা: ইমাম জাফর সাদিক(আ.) বলেছেন, আমাদের কায়েম যখন কিয়াম করবেন তার শিয়াদের দৃষ্টি শক্তি এবং শ্রবণ শক্তি এত বেশী প্রখর হবে যে ইমামের সাথে তাদের কোন দূরত্ব থাকবে না। তারা ২৮ কিলোমিটার দূর থেকেই ইমামকে দেখতে পাবে এবং ইমামের কথা শুনতে পাবে।
তিনি আরও বলেন, ইমাম মাহদীর আবির্ভাবের পর তার প্রকৃত অনুসারীরা তার দলে যোগ দিবেন এবং ভণ্ডরা তার দল থেকে বহিষ্কৃত হবে।
ইমাম জা ’ ফর সাদিক (আ.) বলেছেন: ইমাম মাহদী (আ.)-এর সময়ে মু ’ মিন ব্যক্তি প্রাচ্য থেকে তার ভাইকে যে পাশ্চাত্যে রয়েছে দেখতে পাবে।
তিনি আরও বলেছেন: যখন আমাদের কায়েম কিয়াম করবে আল্লাহ তা ’ আলা আমাদের অনুসারীদের শ্রবণ শক্তি ও দৃষ্টি শক্তিকে এত বেশী বৃদ্ধি করে দিবেন যে , ইমাম মাহদী (আ.) ২৮ কিলোমিটার দূর থেকে তার অনুসারীদের সাথে কথোপকথন করবেন এবং তারাও তার কথা শুনতে পাবে ও তাকে দেখতে পাবে। অথচ ইমাম সেখানেই দাড়িয়ে থাকবেন।
একজন নেতা হিসাবে দেশের জনগণ সম্পর্কে ইমামের ধারণা ও জ্ঞান সম্পর্কে বর্ণিত হয়েছে:
মানুষ ঘরের মধ্যেও কথা বলতে ভয় করবে যে ,যদি দেওয়ালেরও কান থাকে ?
আধুনিক যুগের যোগাযোগ ব্যবস্থার উন্নতি দেখে তা উপলব্ধি করা খুব একটা কঠিন ব্যাপার নয়। কিন্তু আমরা জানি না যে ,ইমামের সময়ে এই সকল প্রযুক্তিকে আরও উন্নত করে ব্যবহার করা হবে নাকি তিনি নতুন কোন প্রযুক্তির ব্যবস্থা করবেন। সূত্র: shabestan