বার্তা সংস্থা ইকনা: নববর্ষ উপলক্ষে মাশহাদ সফরে সর্বোচ্চ নেতা তার বক্তৃতায় বলেন: শত্রুরা ইরানি জাতির ওপর অর্থনৈতিক চাপ বৃদ্ধির মাধ্যমে ইসলামি প্রতাজন্ত্রী ব্যবস্থার ব্যাপারে মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করতে চায়। পবিত্র মাশহাদ শহরে হযরত ইমাম রেজা (আ.)'র মাজারে জিয়ারতকারীদের এক সমাবেশে আজ (মঙ্গলবার) তিনি এ কথা বলেন।
সর্বোচ্চ নেতা বলেন, অর্থনীতি শক্তিশালী না হলে সম্মান ও নিরাপত্তা নিশ্চিত হবে না। জাতীয় ঐক্য এবং জনগণের সঙ্গে রাষ্ট্রের বন্ধন ছাড়া এসব বিষয় অর্জন করা সম্ভব নয়। এ সময় তিনি নতুন বছরে অর্থনীতিকে সর্বাগ্রে গুরুত্ব দেয়ার আহ্বান জানান।
তিনি বলেন, দেশে উৎপাদন বাড়াতে হবে। দেশীয় পণ্যের উৎপাদন বৃদ্ধি ও সমৃদ্ধির ওপর জোর দিয়ে তিনি বলেন, যেসব পণ্য দেশে উৎপন্ন হয় সেসব পণ্যের আমদানিকে ধর্মীয় ও আইনি দিক থেকে নিষিদ্ধ হিসেবে গণ্য করতে হবে।
প্রতিরক্ষা ক্ষেত্রে ইরানের সাফল্যের প্রশংসা করে তিনি বলেন, বিপ্লবের আগে ইরান সামরিক দিক থেকে পুরোপুরি বিদেশের ওপর নির্ভরশীল ছিল। কিন্তু আজ ইরান যে উন্নতি করেছে তাতে শত্রুরা হতাশ ও ক্ষুব্ধ।